বছরের দ্বিতীয় প্রান্তিকে বিডি ফাইন্যান্সের আয় কমেছে ৪৬ শতাংশের বেশি

প্রতিবেদেক: ঢাকা স্টক এক্সচেঞ্জের ঘোষণা অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে বিডি ফাইন্যান্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে শূন্য ৭ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১৩ পয়সা। অর্থাৎ, গত বছরের তুলনায় আলোচ্য সময়ের ইপিএস প্রায় ৪৬ দশমিক ১৫ শতাংশ কমেছে।

সামগ্রিকভাবে, চলতি বছরের প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি থেকে জুন ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১২ পয়সা, যা গত বছরের একই সময়ের ৩৩ পয়সার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ঋণাত্মক ২৯ টাকা ৯২ পয়সা এবং শেয়ারপ্রতি নিট অপারেটিং নগদপ্রবাহ ঋণাত্মক ১৬ পয়সা।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে নিট সুদ আয় এবং বিনিয়োগ আয়ের পরিমাণ উল্লেখযোগ্য হ্রাস পাওয়ায় শেয়ারপ্রতি আয় কমেছে।

গত বছর বিডি ফাইন্যান্স ব্যাপক লোকসানের মুখে পড়েছে। ২০২৪ সালে কোম্পানিটির লোকসান দাঁড়িয়েছে ৭৮৩ কোটি টাকায়, যা ২০২৩ সালের প্রায় ১০৪ কোটি টাকার লোকসানের থেকে প্রায় সাড়ে সাত গুণ বেশি। ১৯৯৯ সালে যাত্রা শুরু থেকে এটি কোম্পানির সর্ববৃহৎ লোকসান। আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের প্রথম ৯ মাসে লোকসান ছিল প্রায় ২০ কোটি টাকা, যা বছরের শেষের দিকে একলাফে ৭৮৩ কোটি টাকায় উন্নীত হয়। ফলে ২০২৪ সালের শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দাঁড়ায় ৪১ টাকা ৬১ পয়সা, যেখানে ২০২৩ সালে এটি ছিল মাত্র ৫ টাকা ৬০ পয়সা। এই বড় লোকসানের কারণে বিডি ফাইন্যান্স ২০২৪ সালের জন্য কোনো লভ্যাংশ প্রদান করেনি।