
প্রতিবেদক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী বোর্ড বাংলাদেশকে ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের অনুমোদন দিয়েছে। এর ফলে চলতি সপ্তাহেই বাংলাদেশ পেতে যাচ্ছে ১.৩ বিলিয়ন ডলার, যা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে জমা পড়বে ২৬ জুনের মধ্যে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর পাঠানো এক টেক্সট বার্তায় এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, “আইএমএফ কর্মীরা নিশ্চিত করেছেন যে, বৈঠকটি কয়েক ঘণ্টা আগে শেষ হয়েছে।
সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফ বোর্ড সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান।
আইএমএফের চতুর্থ কিস্তি চলতি বছরের ফেব্রুয়ারিতে পাওয়ার কথা থাকলেও তা বিলম্বিত হয়। কারণ, বাংলাদেশ সরকার বিনিময় হার সম্পূর্ণ উদারীকরণ এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ সংস্কারগুলো যথাসময়ে সম্পন্ন করতে পারেনি।
এই কারণে ঋণের অনুমোদন সাময়িকভাবে স্থগিত করে আইএমএফ। এরপর ঢাকার সঙ্গে ওয়াশিংটনের কর্মকর্তাদের কয়েক মাসের আলোচনার পর একসঙ্গে দুটি কিস্তি ছাড়ের সিদ্ধান্ত নেয়া হয়।
সম্প্রতি সরকার একটি সমন্বিত, বাজারভিত্তিক বিনিময় হার চালু করেছে এবং রাজস্ব আদায় বাড়াতে এনবিআরের পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। এসব সংস্কার পদক্ষেপের ফলেই ঋণ ছাড়ের ক্ষেত্রে অগ্রগতি এসেছে বলে জানা গেছে।
এটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর আইএমএফের কাছ থেকে প্রাপ্ত প্রথম অর্থ ছাড়। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।