
প্রতিবেদক: বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা এক বছর আগের তুলনায় অনেক উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট।
গতকাল রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, ‘বিশ্বব্যাংকের মূল্যায়ন অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি খুবই ভালো অবস্থানে রয়েছে। প্রায় এক বছর আগে আমরা যে কঠিন পরিস্থিতির আশঙ্কা করেছিলাম, সেটি মোকাবিলা করে আমরা এখন সঠিক পথে এগিয়ে যাচ্ছি।’
সালেহউদ্দিন আহমেদ জানান, বৈঠকে জোহানেস জাট বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি, আর্থিক খাত, বৈদেশিক মুদ্রার অবস্থান ও পেমেন্ট ব্যালেন্সসহ বিভিন্ন বিষয় নিয়ে অবগত ছিলেন। তিনি অর্থনৈতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তুলনামূলকভাবে ভালো।
বিশ্বব্যাংকের এই শীর্ষ কর্মকর্তা চলমান প্রকল্প ও বাজেট সহায়তার অগ্রগতি সম্পর্কেও অবহিত আছেন বলে জানান উপদেষ্টা।
এ সময় জোহানেস জাট দেশের বেসরকারি খাতের প্রসার এবং আরও বেশি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করার ওপর গুরুত্বারোপ করেন।