
প্রতিবেদক: বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে, যা গুগল ওয়ালেট নামেও পরিচিত। এই সেবার মাধ্যমে দেশজুড়ে স্মার্ট ও স্পর্শবিহীন লেনদেনের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।
গুগল, মাস্টারকার্ড ও ভিসার যৌথ সহযোগিতায় সিটি ব্যাংক এই নগদবিহীন লেনদেন সেবা চালু করছে। আগামী ২৪ জুন, ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।
সিটি ব্যাংক হতে যাচ্ছে গুগল পের সঙ্গে যুক্ত হওয়া বাংলাদেশের প্রথম স্থানীয় ব্যাংক। প্রাথমিকভাবে শুধুমাত্র সিটি ব্যাংকের গ্রাহকেরা তাঁদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। এর ফলে গ্রাহকেরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে যেকোনো পয়েন্ট-অব-সেল (POS) টার্মিনালে সহজেই অর্থ পরিশোধ করতে পারবেন। ভবিষ্যতে অন্যান্য ব্যাংকও এই সেবায় যুক্ত হলে তাদের কার্ডও গুগল ওয়ালেটে যুক্ত করার সুযোগ মিলবে।
একটি পেমেন্ট গেটওয়ের শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গুগল পের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে—কার্ড বহনের প্রয়োজন নেই। শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন থাকলেই স্মার্ট, দ্রুত ও নিরাপদ লেনদেন করা সম্ভব।
গুগল পে ব্যবহারের জন্য গ্রাহকদের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে। প্রথমে গুগল পে অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। এরপর সিটি ব্যাংকের কার্ডের তথ্য যুক্ত করতে হবে। কার্ড সংযুক্ত করার পর শুধুমাত্র ফোনটি পিওএস মেশিনে ট্যাপ করলেই লেনদেন সম্পন্ন হবে। এই সেবার মাধ্যমে গৃহীত লেনদেনে গুগল কোনো ফি বা অতিরিক্ত মাশুল নেয় না।
গুগল পে-তে টোকেনাইজেশন প্রযুক্তি ব্যবহার করা হয়, যেখানে মূল কার্ডের পরিবর্তে একটি ইউনিক টোকেন ব্যবহার করা হয়। এতে কার্ডের প্রকৃত তথ্য লেনদেনের সময় কারও সঙ্গে শেয়ার হয় না, যা ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করে।
এই নতুন ডিজিটাল সেবার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।