বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল পে

প্রতিবেদক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গুগলের ডিজিটাল লেনদেন সেবা গুগল পে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল, মাস্টারকার্ড ও ভিসা–এর সহযোগিতায় দেশের বেসরকারি খাতের সিটি ব্যাংক এই সেবা চালু করেছে।

এখন থেকে বাংলাদেশের গ্রাহকেরা গুগল পের মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করে সহজে এবং নিরাপদে কেনাকাটা ও অন্যান্য ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারবেন। এতে করে আলাদাভাবে ডেবিট বা ক্রেডিট কার্ড বহনের প্রয়োজন হবে না। গ্রাহকের স্মার্টফোনই হয়ে উঠবে ডিজিটাল ওয়ালেট।

বর্তমানে শুধু সিটি ব্যাংকের ভিসা ও মাস্টারকার্ডধারীরা গুগল পে ব্যবহার করতে পারবেন। এজন্য গ্রাহকদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করে সেখানে অপশনে গিয়ে কার্ডের তথ্য সংযুক্ত করতে হবে। ফোনে প্রযুক্তি থাকলেই পেমেন্ট করা যাবে।

সিটি ব্যাংক জানিয়েছে, দেশে তাদের ৩৫ হাজার যন্ত্র রয়েছে, যার মধ্যে ৩২ হাজারে NFC প্রযুক্তি চালু রয়েছে। শুধু সিটি ব্যাংকের নয়, অন্য ব্যাংকের সক্ষম যন্ত্রেও গুগল পে ব্যবহার করে লেনদেন করা যাবে।

স্বল্প অঙ্কের (৫,০০০ টাকার নিচে) লেনদেনে পাসওয়ার্ড দিতে হবে না। তবে বড় অঙ্কের লেনদেনে গ্রাহককে ফোনের স্ক্রিন আনলক করে পাসওয়ার্ড দিয়ে অনুমোদন দিতে হবে। গুগল পেতে ব্যবহৃত হয়েছে উন্নত নক্রিপশন প্রযুক্তি, যা গ্রাহকের কার্ড তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবে।

গুগল পে ব্যবহারে কোনো অতিরিক্ত চার্জ নেই। যেসব গ্রাহকের কার্ডে অনুমোদন রয়েছে, তাঁরা এই মাধ্যম ব্যবহার করে বিদেশেও ডলারে লেনদেন করতে পারবেন।

সিটি ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকের প্রায় ১২ লাখ ডেবিট কার্ড ও সাড়ে ৪ লাখ ক্রেডিট কার্ড গ্রাহক রয়েছেন। এর মধ্যে ৪০ শতাংশ গ্রাহক ভিসা ও মাস্টারকার্ড ব্যবহার করেন। খুব শিগগিরই আমেরিকান এক্সপ্রেস কার্ডধারীদের জন্যও গুগল পে সুবিধা চালু করার কাজ চলছে।

বিশ্বের ১০০টির বেশি দেশে চালু থাকা গুগল পে এখন বাংলাদেশেও চালু হওয়ায় ডিজিটাল অর্থনীতিতে আরেক ধাপ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ উদ্যোগ দেশের নগদবিহীন লেনদেন ব্যবস্থাকে ত্বরান্বিত করবে বলেও মত বিশেষজ্ঞদের।