বাংলাদেশে এলইডি বাজারে পা রাখছে চিন্ট, অংশীদার ডিএক্স হাইটেক

প্রতিবেদক: চীনভিত্তিক বৈশ্বিক এলইডি লাইটিং ব্র্যান্ড ‘চিন্ট’ এবার বাংলাদেশের বাজারে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এ লক্ষ্যে সম্প্রতি চিন্টের সঙ্গে ডিএক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ডিএক্স হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে অত্যাধুনিক লাইটিং প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের পণ্য সরবরাহ করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দেওয়ান কানন, চিন্ট লাইটিংয়ের বৈদেশিক বিক্রয় বিভাগের প্রতিনিধি মাইকেল প্যানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএক্স গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিন্ট লাইটিং স্মার্ট এনার্জি সলিউশন সরবরাহের ক্ষেত্রে বিশ্বজুড়ে সুপরিচিত একটি ব্র্যান্ড। বাংলাদেশের বাজারেও প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মান বজায় রেখে উন্নত প্রযুক্তিনির্ভর লাইটিং পণ্য নিয়ে কাজ করবে।