
প্রতিবেদক: ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপ এবং বিশ্বখ্যাত বহুজাতিক ইলেকট্রনিকস ব্র্যান্ড টিসিএলের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে টিসিএল ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, সিলিং ফ্যান, মোবাইলফোনসহ বিভিন্ন ইলেকট্রনিকস ও হাউসহোল্ড পণ্য উৎপাদন ও বাজারজাত করার একমাত্র অনুমোদন পেল মিনিস্টার-মাইওয়ান গ্রুপ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পক্ষে সই করেন ম্যানেজিং ডিরেক্টর দিলরুবা তনু এবং টিসিএলের পক্ষে মেসার্স শাহনূর ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী নুর-ই-আলম। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর শেষে দিলরুবা তনু বলেন,আমাদের উৎপাদন দক্ষতা ও প্রযুক্তি ব্যবহার করে আমরা টিসিএল ব্র্যান্ডকে বাংলাদেশের বাজারে আরও জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করব।”
নুর-ই-আলম বলেন,আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অংশীদারিত্ব বাংলাদেশের প্রযুক্তি ও ইলেকট্রনিকস খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। টিসিএল ও মিনিস্টার একসঙ্গে গ্রাহকদের জন্য সর্বাধুনিক প্রযুক্তির বিশ্বমানের পণ্য ও সর্বোচ্চ মানের সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই চুক্তির ফলে এখন থেকে ভোক্তারা মিনিস্টার-মাইওয়ানের সব শোরুম থেকে সাশ্রয়ী মূল্যে টিসিএল ব্র্যান্ডের ইলেকট্রনিকস ও হাউসহোল্ড পণ্য কিনতে পারবেন।