বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যানের আহ্বান

প্রতিবেদক: কোরিয়ার বিশ্বখ্যাত কোম্পানি ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশে অতীতে অনেক সরকার বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনার চেষ্টা করেছে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার অত্যন্ত কার্যকর পন্থায় সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিনিয়োগকারীদের সকল সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাই বাংলাদেশকে ভবিষ্যৎ বিনিয়োগের আদর্শ গন্তব্য হিসেবে বিবেচনা করতে বিদেশিদের প্রতি আমি আহ্বান জানাই।

চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ উপলক্ষে সোমবার বিভিন্ন দেশের ৬০ জন বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিনিধিদল চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কেইপিজেড) পরিদর্শনে যান।

কেইপিজেড পরিচালনার দায়িত্বে থাকা ইয়াংওয়ান করপোরেশনের উদ্যোগে এই সফরে বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা ও চ্যালেঞ্জগুলো নিয়ে সরাসরি জানতে পারেন।

চীনের এক বিনিয়োগকারীর প্রশ্নের উত্তরে কিহাক সাং জানান, “বাংলাদেশে বিনিয়োগের বড় একটি বাধা হচ্ছে প্রশাসনিক জটিলতা। তবে এই বাধা সত্ত্বেও বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় ও লাভজনক একটি বিনিয়োগ গন্তব্য।”

তিনি আরও জানান, বর্তমানে কেইপিজেডে ইয়াংওয়ান করপোরেশন ৬০০ শয্যার একটি হাসপাতাল এবং বিশ্বমানের একটি টেক্সটাইল ইনস্টিটিউট নির্মাণ করছে।

বিনিয়োগের পরিবেশ দেখে সন্তুষ্ট বিদেশিরা

নেদারল্যান্ডসের বিনিয়োগ প্রতিষ্ঠান এফএমও’র জ্যেষ্ঠ ঋণ উপদেষ্টা মার্ক কারম্যান বলেন, বিনিয়োগের প্রথম শর্ত হচ্ছে অবকাঠামোগত উন্নতি। বাংলাদেশ এ ক্ষেত্রে অনেক অগ্রগতি করেছে। সরেজমিনে তার নমুনাও দেখলাম। এখন বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ করতে পারলে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে।

ভারতের কাপিতি ওভারসিজের ব্যবস্থাপনা পরিচালক সুরেশ কাপিতিও বলেন, এখানে এসে সম্ভাবনার অনেক কিছু দেখলাম। এখন জানতে চাই, প্রশাসনিক প্রক্রিয়া কতটা সহজ। যদি সুবিধাজনক হয়, তবে বাংলাদেশে বিনিয়োগের চিন্তা করব।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) জানিয়েছে, এই আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে ৫০টিরও বেশি দেশের ৫৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সম্মেলনের দ্বিতীয় দিনে, আজ মঙ্গলবার, বিদেশি বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যাবেন।