
প্রতিবেদক: বাংলাদেশি স্টার্টআপ ফাস্ট পাওয়ার টেক বৈদ্যুতিক যানবাহনের (ইভি) জন্য পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম গড়তে চীনের জ্বালানি প্রযুক্তি কোম্পানি এনইউসিএল থেকে প্রায় ১৮০ কোটি টাকা (প্রায় দেড় কোটি ডলার) বিনিয়োগ পেয়েছে।
স্টার্টআপটি স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে এবং এই বিনিয়োগের মাধ্যমে দেশে ইভি অ্যাসেম্বলি লাইন, চার্জিং স্টেশন ও সংশ্লিষ্ট উৎপাদন প্লান্ট স্থাপনের পরিকল্পনা করেছে। আগামী ছয় মাসের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি, যা টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি অবকাঠামো তৈরির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এ লক্ষ্যে ১ মে চীনের গুয়াংজুর বাইয়ুন জেলার হুয়াংবিয়ানে অবস্থিত এনইউসিএল নিউ এনার্জি টেকনোলজি (জিডি) লিমিটেড ও বাংলাদেশের ফাস্ট পাওয়ার টেক-এর মধ্যে একটি যৌথ অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় বাংলাদেশে একটি পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা নেটওয়ার্ক গড়ে তোলা হবে। এর অংশ হিসেবে এক্সটেন্ডেড রেঞ্জ ইলেকট্রিক ভেহিকেল (ইআরইভি) ও প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (পিএইচইভি) প্রযুক্তি ব্যবহারের জন্য কার-ক্লাউড নেটওয়ার্ক এর মাধ্যমে দেশব্যাপী চার্জিং স্টেশন স্থাপন করা হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই যৌথ উদ্যোগ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং কার্বন নিঃসরণ হ্রাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি, স্থানীয় শিল্প বিকাশে চীনা প্রযুক্তির সংযোজন এবং স্টেডফাস্ট কুরিয়ারের বিদ্যমান অবকাঠামো ব্যবহারে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব শক্তির প্রসার ঘটবে।
ফাস্ট পাওয়ার টেক ও স্টেডফাস্ট কুরিয়ারের চেয়ারম্যান কে এম রিদওয়ানুল বারী জিয়ন বলেন, আমরা বর্তমানে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, লিড অ্যাসিড ব্যাটারির মতো স্টোরেজ প্রযুক্তি ও সৌরশক্তিসহ কিছু নবায়নযোগ্য শক্তি নিয়ে কাজ করছি। নতুন বিনিয়োগ ও অংশীদারিত্বের মাধ্যমে আমরা বাংলাদেশে একটি কারখানা স্থাপন করব এবং দেশের অর্থনৈতিক অঞ্চলগুলো থেকে উপযুক্ত স্থান নির্ধারণ করব।
চুক্তিতে স্বাক্ষর করেন ফাস্ট পাওয়ার টেকের চেয়ারম্যান কে এম রিদওয়ানুল বারী জিয়ন এবং এনইউসিএলের সিইও ফরেস্ট লিয়াং। এ সময় উপস্থিত ছিলেন স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের পরিচালক অর্ণব মুস্তাফা, প্রবাসী প্রতিনিধি শাদমান সাকিব এবং এনইউসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।