
প্রতিবেদক: বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী পাকিস্তানভিত্তিক ব্যাংক আলফালাহ-এর সম্পদ ও দায়ভার অধিগ্রহণ করতে যাচ্ছে দেশীয় ব্যাংক ব্যাংক এশিয়া। এ উদ্দেশ্যে দুই ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে ।
এর আগেই ব্যাংক আলফালাহর পরিচালনা পর্ষদ বাংলাদেশে তাদের কার্যক্রম ব্যাংক এশিয়ার কাছে হস্তান্তরের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে।বৃহস্পতিবার দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে এ সংক্রান্ত একটি মূল্য সংবেদনশীল তথ্যসংবলিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে বাংলাদেশ ব্যাংক এবং স্টেট ব্যাংক অব পাকিস্তান–এর অনুমোদন ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ব্যাংক এশিয়া এর আগেও দুইবার বিদেশি ব্যাংকের বাংলাদেশ শাখা কিনে নিয়েছে। কানাডাভিত্তিক নোভা স্কোটিয়া ব্যাংক এবং পাকিস্তানের মুসলিম কমার্শিয়াল ব্যাংকের বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণের অভিজ্ঞতা রয়েছে তাদের।
এর আগে ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনতে আগ্রহ প্রকাশ করেছিল শ্রীলঙ্কাভিত্তিক হাটন ন্যাশনাল ব্যাংক। সে লক্ষ্যে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের ‘ডিউ ডিলিজেন্স’ করার অনুমতি দিয়েছিল। তবে শেষ পর্যন্ত হাটন ন্যাশনাল ব্যাংক সিদ্ধান্ত পরিবর্তন করে প্রক্রিয়া থেকে সরে আসে।
বিকল্প হিসেবে তখন থেকেই বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে ব্যাংক এশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল ব্যাংক আলফালাহ। এই আলোচনা সফলভাবেই এগিয়ে গিয়ে অবশেষে সমঝোতা স্মারক সইয়ের মধ্য দিয়ে একটি বড় পদক্ষেপে পরিণত হয়েছে।
এদিকে, ব্যাংক আলফালাহর নিরীক্ষা ও মূল্য নির্ধারণের কাজটি পরিচালনা করছে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউস কুপারস বাংলাদেশ। প্রাথমিকভাবে ব্যাংকটি অধিগ্রহণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা।