বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর হলেন জ্যঁ পেম

প্রতিবেদক: বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন জ্যঁ পেম। সোমবার (৩০ জুন) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ডিভিশন ডিরেক্টর পদটি বাংলাদেশে নতুন। সাধারণত কোনো কর্মকর্তা একাধিক দেশের দায়িত্বে থাকলে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়, যা কান্ট্রি ডিরেক্টর পদের সমতুল্য। জ্যঁ পেম একজন ফরাসি নাগরিক। ২০০৩ সালে তিনি বিশ্বব্যাংকে সিনিয়র অবকাঠামো বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আর্থিক খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বর্তমানে দায়িত্ব গ্রহণের আগে তিনি বিশ্বব্যাংকের ফাইন্যান্স গ্লোবাল ডিরেক্টর হিসেবে দায়িত্বে ছিলেন। এ সময় তিনি বৈশ্বিকভাবে একটি টেকসই, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করেন।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে দেওয়া বিবৃতিতে জ্যঁ পেম বলেন, “বাংলাদেশ বারবার উদ্ভাবনী শক্তি, দৃঢ়তা ও সহনশীলতা দিয়ে উন্নয়ন ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববাসীকে বিস্মিত করেছে। আমি এই দেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি, যেন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা যায়।”

তিনি আরও বলেন, “বিশ্বব্যাংক বাংলাদেশের বেসরকারি খাতের প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়াতে সহায়তা করতে চায়, যাতে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়।”

উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বিশ্বব্যাংক সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। এ পর্যন্ত বাংলাদেশকে ৪ হাজার ৬০০ কোটি ডলারের অনুদান ও ঋণ দিয়েছে সংস্থাটি। বর্তমানে বাংলাদেশে বিশ্বব্যাংকের ১ হাজার ৫৪০ কোটি ডলারের বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে, যার আওতায় অনুদান, সুদমুক্ত ও স্বল্পসুদে ঋণ দেওয়া হচ্ছে।