বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছিয়ে আগামী ২৯ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত গতকাল মঙ্গলবার এ দিন ধার্য করেন। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ৮৮ বারের মতো পেছাল।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকাররা এই অর্থ পাচার করে। ওই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং তথ্য ও প্রযুক্তি আইনে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

চুরির অর্থ ফিলিপিন্সের স্থানীয় মুদ্রা পেসোতে তিনটি ক্যাসিনোয় যায়। এর মধ্যে একটি ক্যাসিনোর মালিকের কাছ থেকে দেড় কোটি ডলার উদ্ধার করে ফিলিপিন্স সরকার বাংলাদেশকে হস্তান্তর করে। বাকি ৬ কোটি ৬৪ লাখ ডলার এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

রিজার্ভ চুরির তিন বছর পর ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংক এই অর্থ উদ্ধারের চেষ্টা হিসেবে নিউ ইয়র্কের ম্যানহাটন সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করে। তবে আরসিবিসি খারিজের আবেদন করলে মামলা বাতিল হয়। ২০২২ সালের এপ্রিলেও নিউ ইয়র্ক আদালত বাংলাদেশ ব্যাংকের মামলাটি খারিজ করে, কারণ ওই আদালতের ‘পর্যাপ্ত এখতিয়ার’ নেই। এরপর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখতিয়ারভুক্ত আদালতে পুনরায় মামলা করা হয়।