বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) দুই জাহাজ নিলামে বিক্রির অনুমোদন

অনলাইন ডেক্স: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) দুটি জাহাজ—এম টি বাংলার জ্যোতিএম টি বাংলার সৌরভ নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রির অনুমোদন দিয়েছে বিএসসির পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) নৌ-পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

নিলাম প্রক্রিয়া ও ফলাফল নিলামে অংশ নেয় ১৬টি প্রতিষ্ঠান।একটি প্রতিষ্ঠান নন-রেসপন্সিভ হিসেবে বাদ পড়ায় বাকি ১৫টি প্রতিষ্ঠানকে বিবেচনায় নেওয়া হয়।সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হয় চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ড Master & Brothers (মাস্টার এন্ড ব্রাদার্স)।

প্রতিষ্ঠানটি জাহাজ দুটি কিনতে ৪০ কোটি ৪৪ লাখ টাকা দর দিয়েছে। তবে ভ্যাট ও ট্যাক্সসহ মোট ৫০ কোটি টাকা পরিশোধ করতে হবে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন,”মাস্টার এন্ড ব্রাদার্স সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে। বোর্ড মিটিংয়ে তাদের কাছে জাহাজ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে তারা টাকা পরিশোধ করবে এবং পরবর্তী সাত দিনের মধ্যে জাহাজ দুটি বুঝিয়ে দেওয়া হবে।”

তিনি আরও বলেন,”আমরা এস্টিমেট মূল্যের চেয়ে বেশি দামে জাহাজ বিক্রি করতে পেরেছি। আমাদের পূর্ব অনুমিত মূল্য ছিল ৩৬ কোটি টাকা, যেখানে বিক্রি করে নিট মুনাফা হয়েছে ১৪ কোটি টাকা।”

জাহাজের ইতিহাস বিক্রির প্রেক্ষাপট:

  • ১৯৮৮ সালে তৈরি হওয়া জাহাজ দুটির প্রতিটির ওজন ৩,৭৮৭ মেট্রিক টন।
  • ৩০ সেপ্টেম্বর, চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে বাংলার জ্যোতি তেল খালাসের সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়।
  • ৫ অক্টোবর রাতে বহির্নোঙরে তেল খালাসের সময় আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় বাংলার সৌরভ।
  • জাহাজ দুটি বিক্রির জন্য গত ৫ ডিসেম্বর নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং টেন্ডার খোলা হয় ৭ জানুয়ারি।
  • জাহাজ দুটি দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে ইস্টার্ন রিফাইনারির জেটিতে ক্রুড অয়েল পরিবহন করতো।

অগ্নিকাণ্ডে অচল হওয়া এই জাহাজগুলোর বিক্রি বিএসসির জন্য একটি সফল উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি পূর্ব অনুমানের চেয়ে বেশি মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে।