
প্রতিবেদক: কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিল চারদিনের সফরে শনিবার (৩ মে) সন্ধ্যায় বাংলাদেশে আসছেন। সফরকালে তিনি কানাডার একটি উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
ঢাকায় কানাডীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার (৪ মে) থেকে শুরু হওয়া এই সফরে পল থোপিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সদস্য, বেসরকারি খাতের নেতৃবৃন্দ এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন।
সফরকালে তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের এক গুরুত্বপূর্ণ সময়ে কানাডার অঙ্গীকারের বিষয়ে জোর দেবেন। বিশেষ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সংস্কারে বাংলাদেশের অগ্রযাত্রার প্রেক্ষিতে এই সফরের তাৎপর্য বাড়ছে। এ সময় তিনি কানাডার ইন্দো-প্যাসিফিক কৌশলের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন এবং বাংলাদেশে কানাডার অংশগ্রহণ জোরদার করার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।
পল থোপিল দেশের বিভিন্ন বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ স্থাপনাও পরিদর্শন করবেন। এসব কার্যক্রম দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক এবং জনগণের সঙ্গে জনগণের সংযোগকে আরও মজবুত করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক ক্রমেই জোরদার হচ্ছে। বাংলাদেশ কানাডার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার এবং দেশটি বাংলাদেশের একটি উদীয়মান ও বড় বাজার হিসেবে বিবেচিত।
কানাডা মূলত বাংলাদেশে গম, ডাল, শস্য এবং যন্ত্রপাতি রপ্তানি করে। অন্যদিকে, বাংলাদেশ থেকে কানাডায় উল্লেখযোগ্য পরিমাণ তৈরি পোশাক রপ্তানি হয়। উভয় দেশই তথ্যপ্রযুক্তি, মহাকাশ, কৃষি এবং পরিচ্ছন্ন জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ অন্বেষণ করছে।