
প্রতিবেদক বাংলালিংককে রেভিনিউ শেয়ারিংয়ের ওপর প্রায় ৪২ কোটি ৫৮ লাখ ১৬ হাজার ১৭১ টাকা ভ্যাট পরিশোধ করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে, বাংলালিংক এই ভ্যাট পরিশোধে এক যুগ ধরে গড়িমসি করছে।
বিটিআরসি সূত্রে জানা যায়, মোবাইল অপারেটরগুলো গ্রস আয়ের ওপর বিটিআরসির সঙ্গে রেভিনিউ শেয়ারিং করে এবং বাংলালিংক ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত শেয়ারিংয়ের ওপর ভ্যাট পরিশোধ করেনি। ২০২৪ সালের ২৫ জুন বিটিআরসি বাংলালিংককে চিঠি দিয়ে ভ্যাট পরিশোধের জন্য চাপ সৃষ্টি করেছে, কিন্তু বাংলালিংক দাবি করছে যে এনবিআরের ২০১৩ সালের ১২ আগস্ট জারি করা দ্বৈত কর নীতি আদেশ অনুযায়ী এই ভ্যাট প্রযোজ্য নয়।
বিটিআরসি অবশ্য এর বিরোধিতা করে জানিয়েছে, এনবিআরের আদেশের আগেই এই ভ্যাট পরিশোধ করা প্রযোজ্য ছিল এবং এটি দ্বৈত কর নয়। এর পরও, বাংলালিংক আইন অনুযায়ী ভ্যাট পরিশোধের দাবির বিরুদ্ধে আদালতে গিয়েছে, তবে আদালতও বিটিআরসির পক্ষে রায় দিয়েছে।
এদিকে, বিটিআরসি জানায়, ২০১২ থেকে ২০১৩ পর্যন্ত রেভিনিউ শেয়ারিংয়ের ওপর ভ্যাটের ব্যাপারে আপিল বিভাগও তাদের পক্ষে রায় দিয়েছে। বাংলালিংককে এখন সাত দিনের মধ্যে ৪২ কোটি ৫৮ লাখ টাকা পরিশোধ করতে হবে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, বিটিআরসি ২০১2 থেকে ২০১7 পর্যন্ত বিভিন্ন খাতে কর্তন করা ভ্যাটের জন্যও বাংলালিংককে চিঠি দিয়েছে। তবে, বাংলালিংক এই চিঠির পরেও ভ্যাট পরিশোধে সাড়া দেয়নি, এবং বর্তমানে বিটিআরসি এনবিআরের কাছে মতামত চেয়ে চিঠি দিয়েছে।