বাজারমূলধনে ১ বিলিয়ন ডলার ছাড়ালো ব্র্যাক ব্যাংক

প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে এক বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারের বাজারমূলধন (মার্কেট ক্যাপিটালাইজেশন) অতিক্রম করেছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক। এটি দেশের পুঁজিবাজারে একমাত্র দেশীয় ব্যাংক, যারা এই ঐতিহাসিক মাইলফলকে পৌঁছেছে।

ব্র্যাক ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই অর্জন দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে ব্যাংকটির কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গভীর আস্থার প্রতিফলন। ব্যাংকটির ধারাবাহিক সাফল্যের পেছনে করপোরেট সুশাসন, আর্থিক সক্ষমতা এবং দেশি-বিদেশি ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া উচ্চমানের রেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বর্তমানে ব্র্যাক ব্যাংকের শেয়ারের মূল্য ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ২১ জুলাইতে বেড়ে দাঁড়ায় ৬৩ টাকা ৭০ পয়সা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ব্যাংকটির ১৯৯ কোটি তালিকাভুক্ত শেয়ারের মধ্যে পরিচালক ও স্পন্সরদের হাতে রয়েছে ৪৬.১৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের ৩৩.৭৯ শতাংশ, স্থানীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ১৩.২৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের অংশ ৬.৭৬ শতাংশ।

ব্র্যাক ব্যাংকের অনুমোদিত মূলধন ৫ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৯৯১ কোটি টাকা। ব্যাংকটি গুরুত্বপূর্ণ আর্থিক সূচক—ইপিএস (আর্নিং পার শেয়ার), আরওই (রিটার্ন অন ইকুইটি), আরওএ (রিটার্ন অন অ্যাসেট), এনপিএল (নন-পারফর্মিং লোন) এবং কর-পরবর্তী মুনাফা—সবক্ষেত্রেই প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখেছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) তারেক রেফাত উল্লাহ খান বলেন, “বাংলাদেশের প্রথম ও একমাত্র ব্যাংক হিসেবে বাজারমূলধনে এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়া আমাদের জন্য গর্বের। এই অর্জন আমাদের শেয়ারহোল্ডার ও গ্রাহকদের অবিচল আস্থার ফল।”

তিনি আরও বলেন, এই সাফল্য আমাদের সুশাসনের সংস্কৃতি, আর্থিক ব্যবস্থাপনার দক্ষতা এবং দীর্ঘমেয়াদি ভ্যালু তৈরির প্রতিশ্রুতি তুলে ধরে। আমরা শেয়ারহোল্ডারদের স্বার্থ ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি।

২০০১ সালে যাত্রা শুরু করা ব্র্যাক ব্যাংক বর্তমানে সারা দেশে ১৯১টি শাখা, ৯৪টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১ হাজার ১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারের বেশি কর্মী নিয়ে ১৮ লাখেরও বেশি গ্রাহককে সেবা দিচ্ছে।