বাজারে এখনও চাঁদাবাজি ও সিন্ডিকেট সক্রিয় রয়েছে: সারজিস আলম

অনলাইন ডেক্স: নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বাজারব্যবস্থার বর্তমান চিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে বণিক বার্তা আয়োজিত ‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’ শীর্ষক নীতি সংলাপে তিনি বলেন, দেশের বাজারব্যবস্থা প্রতিযোগিতামূলক হওয়ার পরিবর্তে সমঝোতা ও সহযোগিতামূলক রূপ নিয়েছে।

তিনি উল্লেখ করেন, বড় প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে বাজারের সীমানা নির্ধারণ করে নিয়েছে এবং আমদানি বাণিজ্যের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। এমনকি মাঝারি ও ছোট আমদানিকারকেরাও কোথা থেকে কী পরিমাণ পণ্য আমদানি করবেন, সেটিও বড় প্রতিষ্ঠানগুলো ঠিক করে দেয়। এর ফলে বাজারে প্রকৃত প্রতিযোগিতা নষ্ট হয়ে যাচ্ছে এবং কিছু সংখ্যক প্রতিষ্ঠানের হাতে নিয়ন্ত্রণ চলে যাচ্ছে।

সারজিস আলম আরও বলেন, বাজারে আগের মতোই চাঁদাবাজি ও সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যা নিয়ন্ত্রণ করছে রাজনৈতিক দলগুলো। তিনি মনে করেন, বাজারে স্বাভাবিক ও প্রতিযোগিতামূলক পরিবেশ ফিরিয়ে আনতে হলে প্রধান রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা জরুরি। পাশাপাশি বাজারব্যবস্থার সঙ্গে জড়িত ব্যবসায়ী, নাগরিক সমাজ ও উপদেষ্টা পরিষদেরও দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, ‘বিভিন্ন ফোরামে ভালো ভালো আলোচনা হয়, কিন্তু বাস্তবায়ন খুব কম দেখা যায়। অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের যে প্রত্যাশা ছিল, সেটিও ধীরে ধীরে কমছে। বর্তমান উপদেষ্টা পরিষদে অনেক ভালো মানুষ থাকলেও কার্যকর আইনকানুনের যথাযথ প্রয়োগের অভাব রয়েছে।’

বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে এবং দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে সবার ভূমিকা নিয়ে খোলাখুলি কথা বলার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।