
প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানিয়েছেন, আয়কর রিটার্নের ফাইল পরিদর্শনের প্রচলিত অ্যানালগ পদ্ধতির পরিবর্তে এখন থেকে যান্ত্রিকভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিদর্শন চালু করা হবে।
গত রোববার (৪ মে) রাজধানীর একটি হোটেলে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফআইসিসিআইয়ের সাবেক সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির।
এনবিআর চেয়ারম্যান বলেন, আসন্ন বাজেট বাস্তবসম্মত ও সক্ষমতার ভিত্তিতে তৈরি করা হচ্ছে। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা এবং অনুমান নির্ভরতা এড়িয়ে চলার পাশাপাশি এটি হবে সংস্কারমুখী, ব্যবসাবান্ধব এবং কর ফাঁকি প্রতিরোধে কার্যকর।
তিনি আরও বলেন, বাজেটে গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন আনা হবে। স্বচ্ছতা বৃদ্ধি, ব্যবসা শুরু সহজ করা এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ব্যবসায় সুবিধা পাওয়া বন্ধে উদ্যোগ থাকবে। কর অব্যাহতি দেওয়ার ক্ষমতা সরকারের হাতে না রেখে সংসদের আওতায় আনার প্রস্তাব থাকবে। সংসদীয় কর অব্যাহতি কর্তৃপক্ষ অর্থনৈতিক স্থিতিশীলতার প্রেক্ষাপটে আর্থিক অগ্রাধিকারের ভিত্তিতে কর ছাড় প্রক্রিয়া পরিচালনা করবে।
২০২৫–২৬ অর্থবছরের বাজেটকে ‘দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনা’র অংশ হিসেবে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ঘাটতি বাজেট করে অতিরিক্ত ঋণ নেওয়ার পরিকল্পনা নেই, যা ভবিষ্যৎ প্রজন্মের ওপর বোঝা হতে পারে।
দেশের জন্য মুদ্রাস্ফীতি একটি বড় উদ্বেগ হিসেবে তুলে ধরে তিনি বলেন, বৈশ্বিক প্রভাবের কারণে দেশের মূল্যস্ফীতি ৯–১০ শতাংশের মধ্যে ওঠানামা করছে। একে নিয়ন্ত্রণে আনতে রাজস্ব ও আর্থিক নীতির মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। অনিয়ন্ত্রিত রাজস্ব ঘাটতি এবং সরকারি ঋণ মুদ্রাস্ফীতিকে বাড়িয়ে দিচ্ছে, যা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি।
সেমিনারে এফআইসিসিআই সভাপতি জাভেদ আখতার বাজেট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে এবং রাজস্ব আদায় জোরদারে একটি সমন্বিত কর ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রাজস্ব নীতি প্রণয়ন এবং রাজস্ব প্রশাসনের মধ্যে স্পষ্ট পার্থক্য থাকা উচিত।
জাপান-বাংলাদেশ যৌথ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সভাপতি তারেক রাফি ভূঁইয়া আসন্ন বাজেটে ব্যবসা সহজীকরণের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এসব পদক্ষেপ বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদারে সহায়ক হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস প্রতিষ্ঠান স্নেহাসিশ মাহমুদ অ্যান্ড কোম্পানির অংশীদার স্নেহাসিশ বড়ুয়া।