বাজেটে পরিবেশবান্ধব পাতার তৈজসপত্রে ভ্যাট প্রত্যাহার

প্রতিবেদক: পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার উৎসাহিত করতে আসন্ন বাজেটে পাতার তৈরি বাসনপত্রের ওপর ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এসব পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তারা।

শালপাতা, নারিকেলপাতা, খোলসহ নানা প্রাকৃতিক উপাদানে তৈরি প্লেট, বাটি ও অন্যান্য টেবিলওয়্যার বা কিচেনওয়্যার এই ছাড়ের আওতায় আসবে। বর্তমানে এসব পণ্যের উৎপাদনে ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়, যা নতুন বাজেটে তুলে নেওয়া হবে।

এ উদ্যোগের লক্ষ্য হলো একবার ব্যবহারযোগ্য পরিবেশবান্ধব বিকল্প পণ্যের ব্যবহার বাড়ানো এবং প্লাস্টিক পণ্যের উপর নির্ভরতা কমানো।

অন্যদিকে, বাজেটে প্লাস্টিকের থালা, বাটি, টেবিলওয়্যার ও কিচেনওয়্যারের ওপর ভ্যাটের হার বাড়ানোর প্রস্তাব রয়েছে। বর্তমানে এসব পণ্যে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপিত আছে, যা বাড়িয়ে ১৫ শতাংশ করা হতে পারে।

আগামী ২ জুন অন্তর্বর্তী সরকার বাজেট উপস্থাপন করবে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ তাঁর ভাষণের মাধ্যমে এই পরিবর্তনের ঘোষণা দিতে পারেন।