বাণিজ্য মন্ত্রণালয় ঘাঁটি দিয়ে নতুনভাবে গঠিত এফবিসিসিআই নির্বাচন বোর্ড

প্রতিবেদক: উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ২০২৫-২৭ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড পুনর্গঠন করা হয়েছে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রাজ্জাক। বোর্ডের অপর দুই সদস্য হলেন যুগ্ম সচিব মুর্শেদা জামান ও মুস্তাফিজুর রহমান। নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের মো. আবদুর রহিম খান, অন্য দুই সদস্য হিসেবে রয়েছেন যুগ্ম সচিব তানভীর আহমেদ ও মো. রাজ্জাকুল ইসলাম।

এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান বৃহস্পতিবার এই বোর্ডগুলো পুনর্গঠন করেন। উল্লেখ্য, এর আগে জুন মাসে বাণিজ্য মন্ত্রণালয় নির্বাচন ও আপিল বোর্ড গঠন করে নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। ঘোষিত তফসিল অনুযায়ী, সভাপতি, সহসভাপতি ও পরিচালক পদে সরাসরি ভোট হওয়ার কথা ছিল। সাধারণ পরিষদের সদস্যরা ৭ সেপ্টেম্বর ভোট দিয়ে একজন করে সভাপতি ও জ্যেষ্ঠ সহসভাপতি, দুইজন সহসভাপতি এবং ৩০ জন পরিচালক নির্বাচিত করার কথা ছিল। পরে ভোটের সময়সীমা ৪৫ দিন পিছিয়ে দেওয়া হয়।

এর আগে, বাণিজ্য সংস্থা আইন অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়ের বোর্ড গঠন বেআইনি—এমন অভিযোগে ব্যবসায়ী আলাউদ্দিন আল মাসুম হাইকোর্টে রিট মামলা দায়ের করেন। শুনানি শেষে হাইকোর্ট ২২ জুলাই এফবিসিসিআইয়ের নির্বাচন ও আপিল বোর্ড পুনর্গঠন করে নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করার নির্দেশ দেন।

নতুন বোর্ড গঠনের অফিস স্মারকে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের নির্দেশনার পর বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তি পত্র এবং মহাপরিচালকের সঙ্গে আলোচনা করে নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড পুনর্গঠন করা হয়েছে।