
প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্পাত খাতের শীর্ষ শিল্পগোষ্ঠী বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠান—বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিল—২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ১ হাজার ১৩২ কোটি টাকা মুনাফা করেছে। এর মধ্যে বিএসআরএম লিমিটেডের মুনাফা ৬১৪ কোটি টাকা এবং বিএসআরএম স্টিলের মুনাফা ৫১৮ কোটি টাকা।
গত শনিবার কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয় এবং রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তা শেয়ারধারীদের জানানো হয়। একই সঙ্গে প্রতি শেয়ারে ৫০ শতাংশ বা ৫ টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণাও করা হয়।
গত অর্থবছরে দুই কোম্পানির সম্মিলিত মুনাফা ছিল ৮১২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ৩২০ কোটি টাকা বা প্রায় ৪০ শতাংশ।
বিএসআরএম লিমিটেডের মুনাফা বেড়েছে ১৮২ কোটি টাকা (৪২%)।
বিএসআরএম স্টিলের মুনাফা বেড়েছে ১৩৮ কোটি টাকা (৩৬%)
ঘোষিত লভ্যাংশ বাবদ দুই কোম্পানি মিলে শেয়ারধারীদের মধ্যে মোট ৩৩৭ কোটি টাকা বিতরণ করবে।
বিএসআরএম লিমিটেড দেবে ১৪৯ কোটি টাকা।বিএসআরএম স্টিল দেবে ১৮৮ কোটি টাকা
ডিএসইর তথ্য অনুযায়ী, এটি বিএসআরএম স্টিলের ইতিহাসে প্রথম ৫০ শতাংশ নগদ লভ্যাংশ। বিএসআরএম লিমিটেড সর্বশেষ ২০২১ সালে ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
বিএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত বলেন, ‘গত বছর আমরা উৎপাদন ব্যয় কমাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছি এবং বিক্রিও বেড়েছে। এ দুই কারণে এবার রেকর্ড মুনাফা এসেছে।’
রেকর্ড মুনাফার পর গ্রুপটি ২০০ কোটি টাকা বিনিয়োগেরও ঘোষণা দিয়েছে। বিএসআরএম ওয়্যারস লিমিটেড নামে নতুন কোম্পানি গঠন করে এই বিনিয়োগ হবে। নতুন প্রতিষ্ঠানটি উচ্চমানের তারজাতীয় পণ্য উৎপাদন করবে এবং এর মালিকানায় থাকবে বিএসআরএম লিমিটেড।