
অনলাইন ডেক্স: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারীরা আজ বৃহস্পতিবার কর্মবিরতি পালন করছেন। ফলে পুজিবাজারের সংস্থাটির নিয়মিত কার্যক্রম বন্ধ রয়েছে।
আজ বেলা ১১টার দিকে বিএসইসি কার্যালয় ঘুরে দেখা গেছে, সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন। দ্বিতীয় তলায় মাল্টিপারপাস হলে কর্মকর্তাদের একটি দল একত্রিত হয়েছেন, অন্যদিকে ষষ্ঠ তলায় নির্বাহী পরিচালকসহ শীর্ষ কর্মকর্তারা সভা করছেন।
পঞ্চম তলায় বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের কার্যালয়ে নীরবতা বিরাজ করছে, কারণ তাঁরা কেউ আজ অফিসে আসেননি। তাঁদের কক্ষের সামনের নামফলকগুলো ভাঙা পাওয়া গেছে, ফলে কারও নাম দেখা যাচ্ছে না।
গতকাল বুধবার কর্মকর্তা-কর্মচারীদের দাবির মুখে চার ঘণ্টা অবরুদ্ধ থাকার পর আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও তিন কমিশনার কার্যালয় ছাড়েন। তাঁদের পদত্যাগের দাবিতেই আজ কর্মবিরতি পালন করা হচ্ছে।
এদিকে, নিয়মিত সময়ের মতো নির্বাহী পরিচালকসহ বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী কার্যালয়ে এলেও কেউ কাজ করছেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএসইসির কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সকালে ৮-১০ জন বিনিয়োগকারী বিএসইসির প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে তাঁরা বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও আইসিবির চেয়ারম্যান আবু আহমেদের পদত্যাগের দাবি জানান।
গতকাল বুধবার বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে কর্মকর্তা-কর্মচারীরা দিনভর বিক্ষোভ করেন।
বিক্ষোভের একপর্যায়ে বিএসইসির চেয়ারম্যান ও তিন কমিশনার প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। পরে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাঁদের উদ্ধার করেন।