বিএসইসিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান

অনলাইন ডেক্স: নানা অনিয়মের অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে সকাল সাড়ে ১১টা থেকে এ অভিযান শুরু হয়।

দুদকের সহকারী পরিচালকদের নেতৃত্বে চার সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযান শুরুর আগে তারা বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সার্ভিলেন্স ও মনিটরিং বিভাগসহ বিভিন্ন বিভাগে তল্লাশি চালানো হয়।

এর আগে, ২ মার্চ (রোববার) দুদকের এনফোর্সমেন্ট ইউনিট থেকে একটি অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে দুদকের টিম বিএসইসি থেকে আইপিও অনুমোদন সংক্রান্ত আবেদন, দাখিলকৃত প্রসপেক্টাস, নিরীক্ষা প্রতিবেদনসহ প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা করে।

দুদকের জনসংযোগ দপ্তর জানায়, প্রাথমিক তদন্তে বেশ কয়েকটি গুরুতর অনিয়ম ধরা পড়েছে—বানোয়াট আয় ও সম্পদ বিবরণী তৈরি করে উইন্ডো ড্রেসিংয়ের মাধ্যমে ব্যালেন্স শিট প্রস্তুত করা হয়েছে।বিএসইসি, ডিএসইর সুপারিশ ও পর্যবেক্ষণ উপেক্ষা করে আইপিও অনুমোদন দিয়েছে।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে জালিয়াতি করে অতিরিক্ত মূল্যে শেয়ার বিক্রি করা হয়েছে।বাজারে প্রবেশের পরপরই অনেক দুর্বল কোম্পানি জেড ক্যাটাগরিতে নেমে গেছে।চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের তৈরি ভুয়া ব্যালেন্স শিট ও উপার্জন রিপোর্টের ভিত্তিতে আইপিও অনুমোদন দেওয়া হয়েছে।ইস্যু ম্যানেজারদের পক্ষ থেকে অতিমূল্যায়িত কোম্পানি প্রোফাইল তৈরি করা হয়েছে, যা বিএসইসির অনিয়মকে আরও দৃশ্যমান করেছে।

প্রাপ্ত অনিয়মসমূহের বিষয়ে দুদকের টিম প্রয়োজনীয় রেকর্ড পর্যালোচনা করে কমিশনের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানান । তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।