বিএসইসির বোর্ডরুম অবরোধ ও লাঞ্ছনার ঘটনায় ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রতিবেদক: চেয়ারম্যানসহ তিন কমিশনারকে বোর্ডরুমে আটকে রেখে লাঞ্ছনার অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২১ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) কমিশনের সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম, যুগ্মপরিচালক রাশেদুল ইসলাম, উপপরিচালক বনী ইয়ামিন, আল ইসলাম, শহিদুল ইসলাম ও তৌহিদুল ইসলাম। আরও রয়েছেন সহকারী পরিচালক জনি হোসেন, রায়হান কবীর, সাজ্জাদ হোসেন, আব্দুল বাতেন, লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ।

মামলার আসামি না হলেও চেয়ারম্যান ও কমিশনারদের লাঞ্ছিত করার অভিযোগে আরও সাতজনকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন—পরিচালক মাহমুদুল হাসান, অতিরিক্ত পরিচালক মিরাজুল মুন্না, সহকারী পরিচালক আমিনুল হক ও সমীর ঘোষ, ব্যক্তিগত কর্মকর্তা সেলিম রেজা এবং আরও দুইজন, যাদের নাম এখনও জানা যায়নি।

উল্লেখ্য, গত ৪ মার্চ বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠান কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এরপরদিনই অসন্তুষ্ট কর্মকর্তারা চেয়ারম্যান ও কমিশনারদের কার্যালয়ে অবরুদ্ধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সহায়তা নিতে হয়। পরদিনও কর্মকর্তারা কর্মবিরতি পালন করেন। সেই দিন বিএসইসি চেয়ারম্যান তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আশিকুর রহমানকে দিয়ে শেরেবাংলা নগর থানায় ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তালিকাভুক্ত ও অতিরিক্ত আরও সাতজনসহ মোট ২১ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।