বিওয়াইডির বহরে যুক্ত হলো আরও দুটি ইভি পরিবহন জাহাজ

প্রতিবেদক: বিশ্বের বৃহত্তম বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির বহরে যুক্ত হয়েছে নতুন দুটি বিশালাকার জাহাজ। ‘বিওয়াইডি চ্যাংশা’ ও ‘বিওয়াইডি জি’য়ান’ নামের এই জাহাজ দুটি প্রতিটিই ৯ হাজার ২০০টি গাড়ি পরিবহনে সক্ষম। এর ফলে বিওয়াইডির বর্তমানে কার্যক্রমরত ছয়টি জাহাজের সম্মিলিত পরিবহন ক্ষমতা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৬০০টি গাড়িতে।

এছাড়া কোম্পানিটির পরিবহন সক্ষমতা আরও বাড়াতে শিগগিরই দুটি নতুন জাহাজ চালু হতে যাচ্ছে, যেগুলো সম্মিলিতভাবে ১৬ হাজার ২০০টি গাড়ি পরিবহনে সক্ষম হবে।

চলতি বছরের প্রথম পাঁচ মাসে বিওয়াইডি মোট ৩ লাখ ৭৪ হাজার ২০০টি গাড়ি রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১২ শতাংশ বেশি। এই তথ্য সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে।