
প্রতিবেদক: চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) প্রায় ১,৩৬৯ কোটি টাকার পণ্য বিক্রি করেও ৬৬ কোটি টাকার লোকসানে পড়েছে বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনিরীক্ষিত প্রতিবেদনটি অনুমোদন করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে সিঙ্গারের পণ্য বিক্রি ১৫ শতাংশ বেড়ে ১,৩৬৯ কোটি টাকায় পৌঁছায়। গত বছর এই সময় বিক্রির পরিমাণ ছিল ১,১৮৬ কোটি টাকা। যদিও বিক্রি বেড়েছে, কিন্তু উৎপাদন খরচও একই হারে বেড়ে যায়। এ সময়ে উৎপাদন খরচ হয়েছে ১,০৩৯ কোটি টাকা, যা গত বছর ছিল ৮৮০ কোটি টাকা। ফলে এক বছরে উৎপাদন খরচ বেড়েছে প্রায় ১৫৯ কোটি টাকা।
অর্থনৈতিক প্রতিবেদনে আরও দেখা যায়, জানুয়ারি-জুন মেয়াদে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ৮৬ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৯১ কোটি টাকা। তবে আসল ধাক্কা এসেছে ব্যাংকঋণের সুদ ও আর্থিক খাতে ব্যয়ের কারণে। এই সময়ে সুদসহ অন্যান্য আর্থিক দেনা পরিশোধে সিঙ্গারের খরচ হয়েছে ১৪৪ কোটি টাকা, যেখানে গত বছর ছিল মাত্র ৫২ কোটি টাকা। সুদজনিত এই অতিরিক্ত ব্যয়ের কারণে কোম্পানিটি লোকসানে পড়ে।
ফলে গত বছরের প্রথম ছয় মাসে যেখানে সিঙ্গার বাংলাদেশ প্রায় ২৪ কোটি টাকা লাভ করেছিল, এবার সেই জায়গায় এসে দাঁড়িয়েছে ৬৬ কোটি টাকার লোকসানে। লোকসানের খবরে শেয়ারবাজারেও এর প্রভাব পড়ে। আজ ডিএসইতে সিঙ্গারের প্রতিটি শেয়ারের দাম ৮ টাকা বা প্রায় ৭ শতাংশ কমে দাঁড়ায় ১১০ টাকা ৬০ পয়সায়। এদিন বাজারে কোম্পানিটির প্রায় ৭৫ হাজার শেয়ার হাতবদল হয়।