বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান খান, নির্বাহী পর্ষদ গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায়

প্রতিবেদক: তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর  নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহমুদ হাসান খান। তাঁর নেতৃত্বাধীন নির্বাহী পর্ষদ ২০২৫-২৭ মেয়াদে সংগঠনটি পরিচালনার দায়িত্ব নেবে।

আজ শনিবার ঢাকার উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে এক ঘোষণায় বলা হয়, নবনির্বাচিত সভাপতি ও সাত সহসভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন বোর্ড জানায়, প্রতিটি পদে একটিমাত্র বৈধ মনোনয়ন জমা পড়ায় এবং কোনো আপিল না আসায় ভোট গ্রহণ ছাড়াই ফল ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে প্রথম সহসভাপতি হয়েছেন কেডিএস গ্রুপের এমডি সেলিম রহমান এবং জ্যেষ্ঠ সহসভাপতি অনন্ত গার্মেন্টসের এমডি ইনামুল হক খান। অন্যান্য সহসভাপতিরা হলেন-

সফটেক্স সোয়েটারের এমডি মো. রেজওয়ান সেলিম।ফেব্রিকা নিট কম্পোজিটের এমডি মিজানুর রহমান (অর্থ) ।দেশ গার্মেন্টসের ডিএমডি ভিদিয়া অমৃত খান।এমিটি ডিজাইনের এমডি মো. শিহাব উদ্দোজা চৌধুরী।ফ্যাশন ওয়্যারের এমডি মোহাম্মদ রফিক চৌধুরী

এবারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ ইকবাল এবং সদস্য ছিলেন সৈয়দ আফজাল হোসেন ও আশরাফ আহমেদ। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ৮৬৪ জন—এর মধ্যে ৮৭.৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

ভোটের মাধ্যমে নির্বাচিত ৩৫ জন পরিচালকের মধ্য থেকে আজ নির্বাহী কমিটি গঠন করা হয়। বিজিএমইএ সূত্র জানায়, নবনির্বাচিত কমিটি আগামী ১৬ জুন (সোমবার) দায়িত্ব নেবে। বর্তমানে প্রশাসকের দায়িত্ব পালন করছেন ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

উল্লেখ্য, এর আগে গত বছর মার্চে অনুষ্ঠিত বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদ বিজয়ী হলেও নির্বাচন নিয়ে বিতর্ক ছিল। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের জেরে গত ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ করে