
প্রতিবেদক: বাংলাদেশে বিদেশি বিনিয়োগ, বিশেষ করে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগ সহজতর করতে উন্নত ও বিশেষায়িত ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক ও হুইসিডা কনসালটেন্সি অ্যান্ড সার্ভিস বিডি লিমিটেড (এইচসিএসএল) পার্টনারশিপ চুক্তি করেছে। সোমবার (১৮ জুন) ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিম এবং হুইসিডা কনসালটেন্সির ম্যানেজিং ডিরেক্টর চাও চংচং স্বাক্ষর করেন।
এই অংশীদারত্বের মাধ্যমে চীনা করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ক্লায়েন্ট-কেন্দ্রিক, দক্ষ ও নিয়মিত ব্যাংকিং এবং পরামর্শ সেবা নিশ্চিত করা হবে। হুইসিডা কনসালটেন্সি মূলত বাংলাদেশে কাজ করা চীনা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের পরামর্শ ও সেবা প্রদান করে থাকে। অপরদিকে, ব্র্যাক ব্যাংকের করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের আওতাধীন ‘চায়না ডেস্ক’ ইতোমধ্যে চীনা করপোরেট ক্লায়েন্টদের প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং সেবা দিয়ে আসছে।
চায়না ডেস্কে চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য নিয়োজিত রয়েছেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত রিলেশনশিপ ম্যানেজাররা, যারা ব্যাংকিং লেনদেন, নিয়ন্ত্রক সংস্থার নিয়ম মানা, অ্যাকাউন্ট সার্ভিসসহ প্রয়োজনীয় সব সহায়তা দিয়ে থাকেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন, “বিদেশি বিনিয়োগ বাড়ার সঙ্গে সঙ্গে আমরা খাতভিত্তিক বিশেষায়িত ব্যাংকিং সেবা দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছি। হুইসিডা কনসালটেন্সির সঙ্গে এই অংশীদারত্ব চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা এবং বিনিয়োগে সহায়তা করবে।
তিনি আরও বলেন, “এই সহযোগিতা ব্র্যাক ব্যাংকের আন্তঃসীমান্ত অংশীদারত্ব সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিক সেবা দেওয়ার প্রতিশ্রুতি দৃঢ় করবে।—বিজ্ঞপ্তি