বিদ্যুৎ-গ্যাস না পেয়ে বিপাকে ৬০ কোটি ডলার বিনিয়োগকারী মেঘনা গ্রুপ

প্রতিবেদক: কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) ৬০ কোটি ডলার বিনিয়োগ করেও গত দুই বছরে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ না পাওয়ার অভিযোগ তুলেছেন দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল। তিনি বলেন, “আমরাসহ অনেকেই কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করেছি। তবে দুই বছর পেরিয়ে গেলেও এখনো গ্যাস ও বিদ্যুৎ সংযোগ পাইনি। বিদেশি বিনিয়োগ আকর্ষণের কথা বললেও, দেশীয় উদ্যোক্তারা জ্বালানিসংকটে ভুগছেন, যা অবশ্যই গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন। কারণ, বিদ্যুৎ ও গ্যাস বিনিয়োগের জন্য অপরিহার্য।”

এই মন্তব্য তিনি করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আয়োজিত পরামর্শক কমিটির ৪৫তম সভায়। বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।

মোস্তফা কামাল বলেন, এবার রমজানে বাণিজ্য মন্ত্রণালয়ের কঠোর নজরদারির কারণে নিত্যপণ্যের দাম ইতিহাসে প্রথমবারের মতো সহনীয় পর্যায়ে ছিল।” তিনি আরও বলেন, “এফবিসিসিআই করজাল বাড়ানোর কথা বললেও, বাস্তবে দেখা যাচ্ছে করদাতাদের ওপর করের চাপ আরও বেড়ে যায়। রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক ব্যবসায়ীর ব্যাংক হিসাব ও কর রিটার্ন তল্লাশি করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ঢালাওভাবে এ ধরনের তদন্ত না করার জন্য এনবিআরের প্রতি অনুরোধ করছি।

এ সময় দেশের জাহাজশিল্প সম্পর্কেও কথা বলেন তিনি। মোস্তফা কামাল জানান, আগে এ শিল্পে যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ শুল্ক থাকলেও এখন তা বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। এর ফলে গত পাঁচ-ছয় মাসে কোনো নতুন জাহাজ কেনা হয়নি। অথচ গত বছর এ খাত থেকে ৭৮ কোটি ডলার বৈদেশিক মুদ্রা এসেছে। শুল্ক আবার ১ শতাংশে নামিয়ে আনা হলে জাহাজ নির্মাণ শিল্পে কর্মসংস্থান ও রপ্তানি আয় উভয়ই বাড়বে বলে তিনি মন্তব্য করেন।