বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮৭ ড্রিমলাইনারে বাড়তি সতর্কতা

প্রতিবেদক: সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ উড্ডয়নের পর বিধ্বস্ত হওয়ার ঘটনায় বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনার প্রেক্ষিতে বিমানের প্রকৌশল বিভাগ বহরে থাকা সব বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজের বিভিন্ন প্রযুক্তিগত দিক খতিয়ে দেখছে।

মঙ্গলবার দুপুরে সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজগুলোর ইঞ্জিন ফুয়েল সিস্টেম, ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল, ইলেকট্রিক্যাল পাওয়ার, হাইড্রোলিক সিস্টেম, এয়ার কন্ডিশনিং এবং ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের মান যাচাইয়ের কার্যক্রম শুরু করেছে বিমান। একইসঙ্গে চালানো হচ্ছে ইঞ্জিনের পাওয়ার অ্যাসুরেন্স চেকসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে মোট ছয়টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে চারটি বোয়িং ৭৮৭-৮ এবং দুটি বোয়িং ৭৮৭-৯ মডেলের, যেগুলো নিয়মিতভাবে আন্তর্জাতিক রুটে পরিচালিত হচ্ছে।

এই উড়োজাহাজগুলোর রক্ষণাবেক্ষণে বিমানের প্রকৌশল বিভাগ নির্দিষ্ট একটি এয়ারক্রাফট মেইনটেন্যান্স প্রোগ্রাম অনুসরণ করে। এ প্রোগ্রামে প্রতিটি রক্ষণাবেক্ষণ কাজ, নির্ধারিত সময়সীমা এবং পদ্ধতি বিস্তারিতভাবে নির্ধারণ করা আছে। এটি বোয়িং কোম্পানির মেইনটেন্যান্স প্ল্যানিং ডকুমেন্ট, টাইপ সার্টিফিকেট হোল্ডার এবং আন্তর্জাতিক রেগুলেটরি নির্দেশনার ভিত্তিতে প্রস্তুত করা হয় এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদিত।

বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে তারা সবসময় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে এবং যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। বর্তমান পরিস্থিতিতে সেই নিরাপত্তা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে এই অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ।