বিশ্ববাজারে চাল রপ্তানিতে ভারতের প্রভাব ও ভিয়েতনামের চ্যালেঞ্জ

অনলাইন ডেক্স: চলতি বছরের প্রথম ভাগেই চাল রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভিয়েতনাম। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় দেশটি ৪৫ লাখ ৩০ হাজার টন চাল রপ্তানি করবে, আর বছরের দ্বিতীয় ভাগে রপ্তানি করবে আরও ৩০ লাখ টন।

বিশ্ববাজারে চাল রপ্তানিতে ভারতের প্রভাব উল্লেখযোগ্য। গত বছর ভারত বাসমতী ছাড়া অন্যান্য চাল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয় এবং সেদ্ধ চালের রপ্তানি শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করে। ফলে ধারণা করা হচ্ছে, ভারতের চাল রপ্তানি চলতি বছর আরও ২ কোটি ২০ লাখ টন বাড়বে, যা ভিয়েতনামের জন্য চ্যালেঞ্জ হতে পারে।

২০২৩ সালে ভারতের চাল রপ্তানিতে বিধিনিষেধ আরোপের ফলে বিশ্ববাজারে দাম বেড়ে গিয়েছিল। তখন এশিয়া ও আফ্রিকার ক্রেতারা চাল সংগ্রহের জন্য থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তান ও মিয়ানমারের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এতে এসব দেশে চালের রপ্তানিমূল্য ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। তবে ভারত নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বাজার স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে বিশ্ববাজারে মোট চাল বাণিজ্যের ৪০ শতাংশই আসে ভারত থেকে। দেশটি বাসমতী, সেদ্ধ ও অন্যান্য অ-বাসমতী চাল রপ্তানিতে এগিয়ে আছে। ভারতের পরেই রয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম, যারা যথাক্রমে বিভিন্ন জাতের চাল ও উচ্চ গুণমানসম্পন্ন সুগন্ধি চাল রপ্তানি করে থাকে।