বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে, প্রভাব পড়ছে দেশীয় বাজারেও

অনলাইন ডেক্স: বিশ্ববাজারে সোনার দাম অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। আজ শনিবার আউন্সপ্রতি সোনার দাম বেড়েছে ৬.৮৭ ডলার, যা নিয়ে বাজারমূল্য দাঁড়িয়েছে ২,৯৮৬.৫ ডলার। বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তার কারণে সোনার বাজার উত্তপ্ত হয়ে উঠেছে।

গত ৩০ দিনে সোনার দাম বেড়েছে ৬৩.১৪ ডলার, যার মধ্যে মাত্র ৯ দিনেই বেড়েছে প্রায় ৫৮ ডলার। এর ফলে বাংলাদেশ, ভারতসহ বিশ্বব্যাপী সোনার দাম বেড়ে গেছে।

বিশ্ববাজারে সোনার মূল্যবৃদ্ধির পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে ভূরাজনৈতিক অস্থিরতা—বিশ্বব্যাপী চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের সোনার দিকে আকৃষ্ট করছে।যুক্তরাষ্ট্রের শুল্কনীতি—ট্রাম্প প্রশাসনের নতুন আমদানি শুল্কনীতি ও সম্ভাব্য শুল্কযুদ্ধের আশঙ্কা বিনিয়োগকারীদের সোনায় বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করছে।মূল্যস্ফীতির আশঙ্কা—যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধির ফলে অন্যান্য দেশেও পণ্যমূল্য বাড়তে পারে, যা সোনার বাজারকে আরও চাঙা করছে।

নিরাপদ বিনিয়োগ মাধ্যম—বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা শেয়ারবাজার থেকে পুঁজি তুলে সোনা, সোনার বার ও এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ETF) বিনিয়োগ বাড়াচ্ছেন।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রধান বাজার কৌশলবিদ জো কাভাতোনি বলেন,বর্তমান ভূ-অর্থনৈতিক সংকটের কারণে মানুষ নিজেদের অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাই তারা নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে সোনার দিকে ঝুঁকছেন।”

বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকগুলোও সোনার রিজার্ভ বাড়াচ্ছে।২০২৪ সালে টানা তিন বছর ধরে কেন্দ্রীয় ব্যাংকগুলো সম্মিলিতভাবে ১,০০০ টনের বেশি সোনা কিনেছে।পোল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক গত বছর সবচেয়ে বেশি ৯০ টন সোনা সংগ্রহ করেছে।২০২৩ সালে বিশ্বব্যাপী মোট ৪,৯৭৪ টন সোনা বেচাকেনা হয়েছে।

গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে—গত ছয় মাসে বিশ্ববাজারে সোনার দাম ৩৯৬.১৫ ডলার বেড়েছে।এক বছরে বেড়েছে ৮২২.৮৩ ডলার।গত ২০ বছরে সোনার দাম বেড়েছে ২,৫৩৮.৪২ ডলার।

বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও সোনার দাম ওঠানামা করছে।সর্বশেষ ৮ মার্চ দেশের বাজারে সোনার দাম কমানো হয়, যেখানে প্রতি ভরিতে ১,০৩৮ টাকা কমানো হয়।ফলে বর্তমানে প্রতি ভরি সোনার দাম ১,৫০,৮৬২ টাকা।

ভারতের বাজারে সোনার দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে।জিএসটি (পণ্য ও পরিষেবা কর) অন্তর্ভুক্ত করে সোনার দাম ৯০,০০০ রুপি ছাড়িয়েছে।

বিশ্ববাজারে সোনার ক্রমবর্ধমান দামের পেছনে ভূরাজনৈতিক অস্থিরতা, শুল্কনীতি এবং বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদ সন্ধান করার প্রবণতা দায়ী। এর সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশ ও ভারতসহ অন্যান্য দেশের বাজারেও। বিশেষজ্ঞদের মতে, যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে সোনার দাম আরও বাড়তে পারে।