বিশ্ববাজারে সোনা–রুপার দামে ঐতিহাসিক উত্থান

প্রতিবেদক: বিশ্ববাজারে সোনা ও রুপার দাম যেন হু হু করে বাড়ছে। বিশেষ করে রুপার দাম চলতি বছরে অভূতপূর্বভাবে বেড়েছে—এ পর্যন্ত প্রায় ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ গত বৃহস্পতিবার স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম ৫১ ডলার ছুঁয়েছে। গত চার দশকের মধ্যে এটাই সর্বোচ্চ দর। ১৯৮০ সালের পর এই প্রথম রুপার দাম ৫০ ডলার অতিক্রম করল।

বিশ্লেষকেরা মনে করেন, নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবে সোনার পাশাপাশি এখন রুপার দিকেও ঝুঁকছেন বিনিয়োগকারীরা। চাহিদা বাড়ার পাশাপাশি সরবরাহ সংকটও রুপার দাম বৃদ্ধির প্রধান কারণ।

বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কনীতি, মূল্যস্ফীতি, ফেডারেল রিজার্ভের সুদনীতি এবং সরকারি ঋণ নিয়ে উদ্বেগ—এসব কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনা ও রুপাকে বেছে নিচ্ছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সিলভার ইনস্টিটিউটের প্রধান নির্বাহী মাইকেল ডি রিয়েঞ্জো বলেন, অর্থনীতিতে অস্থিরতা দেখা দিলে মানুষ সোনা বা রুপার মতো সম্পদের দিকে ঝোঁকে। সাধারণত রুপার দাম সোনার দামের ধারা অনুসরণ করে।

রুপা শুধু বিনিয়োগে নয়, শিল্পক্ষেত্রেও অপরিহার্য। ডেটা সেন্টার, সোলার প্যানেল, স্মার্টফোনসহ অসংখ্য প্রযুক্তি–পণ্যে সিলভারের ব্যবহার ক্রমেই বাড়ছে।

ইন্টারন্যাশনাল নেদারল্যান্ডেন গ্রুপের (আইএনজি) কমোডিটি বিশ্লেষক ইভা মানথে বলেন, “শিল্প খাতে ব্যবহার ও নিরাপদ বিনিয়োগ—এই দ্বৈত ভূমিকা ২০২৫ সালকে রুপার জন্য ঐতিহাসিক বছরে পরিণত করেছে।”

সরবরাহ ঘাটতিও মূল্যবৃদ্ধির বড় কারণ। জেনার মেটালসের ভাইস প্রেসিডেন্ট পিটার গ্রান্টের ভাষায়, খনি থেকে রুপার উৎপাদন প্রায় স্থবির। এ কারণে টানা পাঁচ বছর ধরে বাজারে ঘাটতি চলছে। একদিকে চাহিদা বাড়ছে, অন্যদিকে সরবরাহ কমছে—তাই দাম বাড়ছেই।

সিএনএন জানায়, গত দুই বছরে সোনার দাম দ্রুত বেড়েছে। বিনিয়োগকারীরা আর্থিক খাত থেকে অর্থ সরিয়ে নিরাপদ সম্পদে বিনিয়োগ করছেন। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকগুলোও ডলারের ওপর নির্ভরতা কমিয়ে সোনার মজুত বাড়াচ্ছে, ফলে দাম আরও ঊর্ধ্বমুখী।

এই বিনিয়োগপ্রবণতার প্রভাব শুধু সোনা নয়, রুপা ও প্লাটিনামেও পড়েছে। চলতি বছরে রুপার দাম যেখানে বেড়েছে প্রায় ৭৫ শতাংশ, সেখানে প্লাটিনামের দাম বেড়েছে ৮০ শতাংশ। একই সময়ে সোনার দাম বেড়েছে ৫১ শতাংশ। অর্থাৎ সোনার চেয়েও দ্রুত বাড়ছে রুপা ও প্লাটিনামের মূল্য।