বেচাকেনা বাড়লেও কমেছে ওয়ালটনের মুনাফা

প্রতিবেদক: চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) ইলেকট্রনিক্স খাতের দেশীয় জায়ান্ট কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ৪ হাজার ৫৯৮ কোটি টাকার ব্যবসা করেছে। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটি ব্যবসা করেছিল ৪ হাজার ২৮৬ কোটি টাকার। ফলে বছরে ব্যবসা বেড়েছে ৩১২ কোটি টাকা বা প্রায় ৭ দশমিক ৩ শতাংশ। তবে আয় বাড়লেও কোম্পানিটির মুনাফা কমেছে। এ সময় ওয়ালটনের নিট মুনাফা দাঁড়িয়েছে ৬৯৬ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৬ কোটি টাকা কম। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৯ মাসে ওয়ালটনের মুনাফা ছিল ৭৬২ কোটি টাকা। অর্থাৎ, মুনাফায় পতন হয়েছে প্রায় ৮ দশমিক ৭ শতাংশ।

গত রোববার ওয়ালটনের পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। সোমবার (পরদিন) এই প্রতিবেদন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়। প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, মুনাফা কমার পেছনে প্রধান দুটি কারণ রয়েছে—একটি হলো পণ্য বিক্রি ও সরবরাহের খরচ বেড়ে যাওয়া, অন্যটি হলো ব্যাংক ঋণের সুদ ও বৈদেশিক মুদ্রা বিনিময়ের কারণে আর্থিক ব্যয় বৃদ্ধি পাওয়া।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে ওয়ালটনের পণ্য বিক্রি ও সরবরাহ বাবদ ব্যয় বেড়ে দাঁড়ায় ৫২৪ কোটি টাকা, যেখানে আগের বছর একই সময় এ খরচ ছিল ৪১০ কোটি টাকা। অর্থাৎ, এক বছরে এই খাতে ব্যয় বেড়েছে ১১৪ কোটি টাকা বা ২৮ শতাংশ। পাশাপাশি, ব্যাংক সুদ ও বৈদেশিক মুদ্রা বিনিময়জনিত খরচ গত অর্থবছরের ২৬৩ কোটি টাকা থেকে বেড়ে চলতি বছরে হয়েছে ৩০৮ কোটি টাকা, যা ৫৮ কোটি টাকা বা ২২ শতাংশের বেশি বৃদ্ধি।

এছাড়া উৎপাদন ব্যয়ও বেড়েছে। আগের বছরের প্রথম ৯ মাসে ৪ হাজার ২৮৬ কোটি টাকার আয়ের বিপরীতে উৎপাদন খরচ ছিল ২ হাজার ৭১৮ কোটি টাকা। আর চলতি বছরে ৪ হাজার ৫৯৮ কোটি টাকার আয়ের বিপরীতে এই খরচ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৩৬ কোটি টাকা। অর্থাৎ, উৎপাদন ব্যয় বেড়েছে ২১৮ কোটি টাকা।

এদিকে, সর্বশেষ জানুয়ারি-মার্চ প্রান্তিকে (তৃতীয় প্রান্তিক) ওয়ালটনের ব্যবসা দাঁড়িয়েছে ২ হাজার ৫১ কোটি টাকায়, যা আগের বছরের একই সময়ে ছিল ১ হাজার ৯১৮ কোটি টাকা। তবে এই তিন মাসে কোম্পানিটির মুনাফা হয়েছে ৩৯২ কোটি টাকা, যেখানে আগের বছরে একই সময়ে ছিল ৪২২ কোটি টাকা। ফলে, এই প্রান্তিকে মুনাফা কমেছে ৩০ কোটি টাকা।

চিত্রটি বলছে, ওয়ালটনের ব্যবসায় প্রবৃদ্ধি থাকলেও বাড়তি ব্যয় ও অর্থনৈতিক চাপের কারণে মুনাফায় ধাক্কা খেয়েছে কোম্পানিটি। আপনি চাইলে এ তথ্যের ভিত্তিতে একটি সংক্ষিপ্ত সংবাদ শিরোনাম বা সংবাদ বিবরণীও তৈরি করে দিতে পারি।