
প্রতিবেদক: বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) একটি আধুনিক ‘গ্রিন ফ্যাক্টরি হাব’ গড়ার পরিকল্পনা নিয়েছে। এ প্রকল্পের আওতায় ৫০০ একর জমি বরাদ্দ দেওয়া হবে এবং উন্নত অবকাঠামো নির্মাণসহ পরিবেশবান্ধব কারখানা স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এই অঞ্চলের পরিচালনার দায়িত্ব আন্তর্জাতিক মাস্টার ডেভেলপার (আইএমডি) প্রতিষ্ঠানকে দেওয়া হবে, যার মাধ্যমে আধুনিক শিল্প এলাকার উন্নয়ন হবে।
বেজা জানায়, আনোয়ারার কোরিয়ান ইপিজেড বা বেপজা ইকোনোমিক জোনের আদলে এই বিশেষ অঞ্চলটি পরিচালিত হবে। এর জন্য শিগগিরই সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) করা হবে এবং আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হবে। নির্বাচিত ডেভেলপার প্রতিষ্ঠানের মাধ্যমে জমি বরাদ্দ ও প্রকল্পের বাস্তবায়ন শুরু হবে।
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একে অপরকে সমর্থন করে এমন ৫০০ একর জমি বরাদ্দের পরিকল্পনা বাস্তবায়ন হলে, এটি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বেজা এ উদ্যোগকে সফল করতে দেশের ও বিদেশি বাজারে প্রচারণা চালাবে, যার মধ্যে রোড শোও অন্তর্ভুক্ত থাকবে।
এদিকে, বেজা ইতোমধ্যে মিরসরাই, সীতাকুণ্ড এবং ফেনীর সোনাগাজী উপজেলায় ৩৩ হাজার একর জমির মধ্যে ১৭,৫০০ একর জমি দখল করেছে এবং আরও বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলছে। আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ করার জন্য বেজা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সম্প্রতি একটি ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করেছে, যাতে বিদেশি বিনিয়োগকারীরা মিরসরাইয়ের এনএসইজেড পরিদর্শন করেন।
এছাড়া, বেজার তথ্য অনুযায়ী, এনএসইজেডে ইতোমধ্যে বড় কিছু কোম্পানি বিনিয়োগ শুরু করেছে। যেমন, বসুন্ধরা গ্রুপ কেমিকেল, স্টিল এবং রেডিমিক্স কারখানা নির্মাণ করছে, পিএইচপি গ্রুপ জমি পেয়েছে, এবং বিএসআরএম মাটি ভরাটের কাজ শুরু করেছে। তবে, কিছু প্লট বরাদ্দ পাওয়া সত্ত্বেও অবকাঠামো নির্মাণের উদ্যোগ না নেওয়ায় কয়েকটি প্লট সম্প্রতি বাতিল করা হয়েছে।
বেজা আশা করে যে, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় শক্তি হয়ে উঠবে এবং দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক বাণিজ্য কেন্দ্র হিসেবে এর অবস্থান দৃঢ় হবে।