বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীন-ব্রিটিশ প্রতিষ্ঠান ইউনিফার নতুন বিনিয়োগ

প্রতিবেদক: বাংলাদেশে ব্যাগ ও ফ্যাশন অ্যাকসেসরিজ উৎপাদনের জন্য নতুন কারখানা স্থাপন করতে যাচ্ছে চীন-ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস মালিকানাধীন প্রতিষ্ঠান ইউনিফা অ্যাকসেসরিজ (বিডি) কোম্পানি লিমিটেড। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে রপ্তানিমুখী এ কারখানা স্থাপিত হবে।

এ প্রকল্পে ইউনিফা অ্যাকসেসরিজ বিনিয়োগ করবে ৪ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৯৩ কোটি টাকা। কারখানা চালু হলে এতে ২ হাজার ৮৩০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কারখানাটি চালু হলে প্রতিষ্ঠানটি বছরে ২ কোটি ৮০ লাখ ইউনিট ব্যাগ, বেল্ট, ক্যাপ, হ্যাট, স্কার্ফ, মাফলার, আইওয়্যার, চশমার ফ্রেমসহ বিভিন্ন ফ্যাশন পণ্য উৎপাদন করবে। এসব পণ্য মূলত বিদেশে রপ্তানির উদ্দেশ্যেই তৈরি হবে।

এই বিনিয়োগের অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ জুলাই) বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-র সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছে ইউনিফা অ্যাকসেসরিজ। রাজধানীর গ্রিন রোডে বেপজার প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান।

চুক্তিতে বেপজার পক্ষে সই করেন সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ইউনিফা অ্যাকসেসরিজের পক্ষে চেয়ারম্যান চিয়ান ড্যানচু। এ সময় আরও উপস্থিত ছিলেন বেপজার সদস্য ইমতিয়াজ হোসেন, আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক তানভীর হোসেন, খুরশিদ আলম ও এ এস এম আনোয়ার পারভেজ।

বেপজা অর্থনৈতিক অঞ্চলে এই ধরনের বিনিয়োগ দেশের শিল্পায়ন ও রপ্তানি আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।