
অনলাইন ডেক্স: বেসরকারি পর্যায়ে চাল আমদানির সময়সীমা আগামী ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়েছে সরকার। বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো এই সময়ের মধ্যে চাল আমদানি ও বাজারজাত করতে পারবে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, বেসরকারি আমদানিকারকদের জন্য নির্ধারিত সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো।
যদিও চলতি মৌসুমে আমনের ভালো ফলন হয়েছে, তারপরও গত ডিসেম্বরের শেষ দিকে চালের দাম কেজিতে ৪-১০ টাকা পর্যন্ত বেড়ে যায়। বাজার পরিস্থিতি সামাল দিতে সরকার চাল আমদানির ওপর জোর দেয় এবং সরকারি ও বেসরকারি উভয় পর্যায়েই চাল আমদানির উদ্যোগ নেয়।
চাল আমদানি এবং দেশের ৬৪ জেলায় ওএমএস (খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয়) কার্যক্রম জোরদার করায় বাজারে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া চালের দাম পাইকারি পর্যায়ে নিম্নমুখী হচ্ছে, যা বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করবে।