
প্রতিবেদক: ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়াকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যাচাই (ভেটিং)-সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে।
এছাড়া, উপদেষ্টা পরিষদ দেওয়ানি কার্যবিধি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়াকেও নীতিগত অনুমোদন দিয়েছে। এটি প্রণয়ন করা হয়েছে দেওয়ানি মোকদ্দমা সহজে, কম খরচে এবং দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এবং সময়োপযোগী করার উদ্দেশ্যে। খসড়াটি ভেটিং শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য আবারও উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।