
প্রতিবেদক: ব্র্যাক ব্যাংক পরিবেশ সংরক্ষণ, পরিবেশ শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখায় চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৪’ সম্মাননা দিয়েছে। এ বছরের পদকপ্রাপ্তরা হলেন: নটর ডেম কলেজের সাবেক শিক্ষক মিজানুর রহমান ভূঁইয়া, সুচিশিল্পী ও উদ্যানপ্রেমী মো. আমিনুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা এবং চট্টগ্রামের মিরসরাইয়ের ‘প্রজেক্ট সোনাপাহাড়’। এ ক্ষেত্রে সহযোগিতা করেছে পরিবেশবাদী সংগঠন ‘তরুপল্লব’।
শনিবার ঢাকার বাংলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। ব্র্যাক ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পদকটি খ্যাতনামা প্রকৃতিবিদ অধ্যাপক দ্বিজেন শর্মার স্মৃতিতে চালু করা হয়েছে।
নটর ডেম কলেজের সাবেক শিক্ষক মিজানুর রহমান ভূঁইয়া চার দশকেরও বেশি সময় ধরে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ শিক্ষায় কাজ করেছেন। তিনি তিনটি গুরুত্বপূর্ণ সংগঠন প্রতিষ্ঠা করেছেন এবং পরিবেশবিষয়ক পত্রিকা প্রকাশ করেছেন।
সুচিশিল্পী ও উদ্যানপ্রেমী মো. আমিনুল ইসলাম ১৫ বিঘা জমিজুড়ে ‘গাছবাড়ি’ উদ্যান গড়েছেন, যেখানে প্রায় ১০ হাজার গাছপালা ও ২৫০ প্রজাতির দুর্লভ গাছ রয়েছে। তিনি শিক্ষার সঙ্গে বাগানবিদ্যা ও বন্যপ্রাণী পরিচর্যার সমন্বয় করেছেন।
চট্টগ্রামের মিরসরাইয়ের মস্তাননগরে ‘প্রজেক্ট সোনাপাহাড়’ দেশের প্রথম বেসরকারি ‘মিয়াওয়াকি’ বন গড়ে তুলেছে, যা জীববৈচিত্র্য রক্ষা ও অপরিকল্পিত নগরায়ণের প্রভাব মোকাবিলায় অনন্য ভূমিকা পালন করছে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা দেশের বিভিন্ন স্থানে ৮৭,৫০০টির বেশি পাখিবান্ধব চারা বিতরণ এবং সড়কের পাশে হাজারো বৃক্ষ রোপণের মাধ্যমে কমিউনিটিভিত্তিক পরিবেশ সংরক্ষণে অবদান রেখেছেন।
প্রধান অতিথি সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ রক্ষা কারও একক দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব। বিশেষ অতিথি নূরুন নাহার উল্লেখ করেন, টেকসই উন্নয়নের শুরু আসলে প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তির হাত ধরেই।
ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন বলেন, “দ্বিজেন শর্মা পরিবেশ পদক সমাজে কার্যকর পদক্ষেপ গ্রহণে অনুপ্রেরণা জোগাবে।” তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন বলেন, “একসঙ্গে কাজ করলে প্রকৃতি সংরক্ষণের প্রচেষ্টা আরও বিস্তৃত করা সম্ভব।
ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্বে) তারেক রেফাত উল্লাহ খান বলেন, “পদকটি তাঁদের জন্য, যারা প্রকৃতি রক্ষায় জীবন উৎসর্গ করেছেন।