ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন, শীর্ষে ব্র্যাক ব্যাংক ও লেকার ফান্ড

প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এদিন এসব প্রতিষ্ঠানের মোট ৩৬ কোটি ২১ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দিক থেকে এগিয়ে ছিল ব্র্যাক ব্যাংক ও এস ই এম এল লেকার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড। এই দুটি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে মোট ২৪ কোটি ৩৯ লাখ টাকারও বেশি।

লেনদেনের শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক, যার এককভাবে ২০ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এস ই এম এল লেকার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড-এর, যার পরিমাণ ৪ কোটি ৩০ লাখ টাকা।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজ ৩ কোটি ১ লাখ টাকার, রেনাটা ২ কোটি ৪৩ লাখ টাকার এবং বীকন ফার্মাসিউটিক্যালস ১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।