ভারত থেকে আমদানি কমায় হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে

প্রতিবেদক: ভারত থেকে পেঁয়াজ আমদানি কমে যাওয়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে আমদানিকৃত ও দেশীয় উভয় ধরনের পেঁয়াজের দাম বেড়েছে। এর মধ্যে ভারতীয় পেঁয়াজের কেজিপ্রতি দাম বেড়েছে ১০ টাকা এবং দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে ৫ টাকা।

মঙ্গলবার (২৬ আগস্ট) হিলি বাজারে ঘুরে দেখা যায়, দুদিন আগে ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে দেশীয় পেঁয়াজের দাম ৭০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৫ টাকায়।

হিলি বাজারের ব্যবসায়ীরা জানান, দেশীয় পেঁয়াজের মৌসুম শেষের দিকে চলে আসায় বাজারে সরবরাহ কমেছে। এ কারণে মোকামে দাম বাড়ছে এবং তার প্রভাব স্থানীয় বাজারেও পড়ছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, সরকারের অনুমতি অনুযায়ী ১৭ আগস্ট থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়। এতে দাম কিছুটা কমলেও ১৯ আগস্ট আবারো আমদানি বন্ধ করে দেওয়া হয়। এখন সীমিত পরিসরে আমদানি হওয়ায় চাহিদার তুলনায় সরবরাহ কম, ফলে দাম বাড়ছে।

আমদানিকারকরা জানান, দাম নিয়ন্ত্রণে রাখতে এবং আটকে থাকা পেঁয়াজ বাজারে আনতে দ্রুত আমদানির অনুমতি দেওয়া জরুরি।