ভারত থেকে ৫০ হাজার টন নন-বাসমতী চাল আমদানি অনুমোদন

প্রতিবেদক: ভারত থেকে ৫০ হাজার টন নন-বাসমতী (সেদ্ধ) চাল আমদানি করা হচ্ছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এ চাল সরবরাহের কাজ পেয়েছে ভারতের বগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড। প্রতি টন দরে ৩৫৯.৭৭ ডলার খরচ হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১৯ কোটি ১০ লাখ টাকা।

আজ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, “চালের ব্যাপারে আমরা সব সময় সজাগ। নন-বাসমতী চাল আসছে ভারত থেকে। এর মাধ্যমে আসন্ন বোরো মৌসুমের ধান সংগ্রহে কোনো অসুবিধা হলে খাদ্যসংকট এড়ানো সম্ভব হবে।”

অর্থ উপদেষ্টা আরও বলেন, দেশে এই মুহূর্তে চাল নিয়ে কোনো শঙ্কা নেই। তবে সরকারি গুদামে পর্যাপ্ত মজুত থাকা সুবিধাজনক। খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রমের আওতায় ট্রাকে করে পণ্য বিক্রিও আবার শুরু হয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে আন্তর্জাতিক উৎস থেকে মোট ৪ লাখ টন চাল আমদানি করার অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। ভারতের পাশাপাশি পাকিস্তান ও ভিয়েতনাম থেকেও চাল আমদানি হচ্ছে।

জানা গেছে, ভারত থেকে সাধারণত বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে চাল আমদানি হয়। মাঝে মাঝে আখাউড়া স্থলবন্দরও ব্যবহার করা হয়। ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে, শুল্ক কর্তৃপক্ষ যাচাই-বাছাই শেষে চালের ছাড়পত্র দেয় এবং আমদানিকারক প্রতিষ্ঠান বাজারে সরবরাহ করে।

এছাড়া, চীন, কানাডা ও সৌদি আরব থেকে ২ লাখ ৩০ হাজার টন সার কেনার প্রস্তাবও ক্রয় কমিটিতে অনুমোদিত হয়েছে। এতে ব্যয় হবে ১ হাজার ৮৪৭ কোটি ৩৯ লাখ টাকা।