ভারত–যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি, বাড়বে রপ্তানি, কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ

প্রতিবেদক: দীর্ঘ তিন বছর আলোচনার পর ভারত ও যুক্তরাজ্য ৬০০ কোটি পাউন্ডের ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) সই করেছে, যা ব্রেক্সিট-পরবর্তী যুক্তরাজ্যের সবচেয়ে বড় অর্থনৈতিক চুক্তি বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।

লন্ডনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই চুক্তিতে সইয়ের মাধ্যমে উভয় দেশের মধ্যে রপ্তানি, কর্মসংস্থান এবং বিনিয়োগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হলো। চুক্তির আওতায় ভারতের ৯৯ শতাংশ রপ্তানি পণ্য যুক্তরাজ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে এবং যুক্তরাজ্যের ৯০ শতাংশ পণ্যের ওপর ভারত শুল্ক কমাবে।

ফলে ভারতের কৃষি, মৎস্য, চামড়া, রত্ন, গয়না ও প্রস্তুত পোশাকসহ বিভিন্ন শ্রমনির্ভর খাতে কর্মসংস্থান বাড়বে। চুক্তিটি ব্রিটিশ গাড়ি, হুইস্কি ও প্রসাধনপণ্য ভারতের বাজারে কম শুল্কে প্রবেশের সুযোগ সৃষ্টি করবে, যা ভারতীয় ক্রেতাদের জন্য পণ্যের দাম কমিয়ে দেবে।

কৃষি খাতে যেমন হলুদ, এলাচ, ডাল এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে শুল্ক তুলে নেওয়ায় ভারতীয় কৃষকেরা লাভবান হবেন। পাশাপাশি, ওষুধ, চিকিৎসা যন্ত্রপাতি ও সফটওয়্যার পরিষেবা খাতেও ভারতের রপ্তানি বাড়বে।

ভারতীয় পেশাজীবীদের যুক্তরাজ্যে কাজের সুযোগ সহজ হবে এবং তিন বছর চাকরির পর তাঁদের সামাজিক নিরাপত্তা তহবিলে দ্বৈত চাঁদা দিতে হবে না, যার ফলে প্রায় ৭৫ হাজার কর্মী উপকৃত হবেন। নারী উদ্যোক্তাদের জন্যও রপ্তানির সুযোগ সৃষ্টি হওয়ায় তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন বাড়বে। সব মিলিয়ে এই এফটিএ ভারত ও যুক্তরাজ্যের অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে এবং দুই দেশের জন্যই লাভজনক হবে বলে ধারণা করা হচ্ছে।