ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে

In বন্দর
April 28, 2025

প্রতিবেদক: সরকারের সঙ্গে সরকারের (জিটুজি) চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি থাই বিআইএনএইচ০৯ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

আজ সোমবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, এ বছরের ৩ ফেব্রুয়ারি জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছিল, যা ইতোমধ্যে দেশে পৌঁছেছে।

জাহাজে রাখা চালের নমুনা পরীক্ষা শেষে খালাস কার্যক্রম শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।