ভিসা জটিলতায় ধাক্কা,বাংলাদেশিদের লেনদেনের শীর্ষ তালিকা বদলেছে

অনলাইন ডেক্স: শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের ভিসা জটিলতার কারণে দেশটির সঙ্গে ক্রেডিট কার্ড লেনদেন উল্লেখযোগ্যভাবে কমেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের ছয় মাস পর, বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেনে শীর্ষ থাকা ভারত চতুর্থ স্থানে নেমে গেছে।

২০২৪ সালের ডিসেম্বরে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের সর্বোচ্চ লেনদেন হয়েছে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে থাইল্যান্ড ও সিঙ্গাপুর। ডিসেম্বরে মোট বৈদেশিক কার্ড লেনদেনের পরিমাণ ছিল ৪৯১ কোটি টাকা, যা আগের মাস নভেম্বরে ছিল ৪৩২ কোটি টাকা।

তবে, সামগ্রিক লেনদেন বেড়েছে হলেও ভারতে ক্রেডিট কার্ড ব্যয়ের হার কমেছে। ২০২৩ সালের জুনে বাংলাদেশিরা ভারতে ক্রেডিট কার্ডের মাধ্যমে ৯২ কোটি টাকা খরচ করেছিল, যা মোট ব্যয়ের ১৭.৫৬ শতাংশ ছিল। সে সময় ভারত ছিল শীর্ষ অবস্থানে। কিন্তু ২০২৪ সালের অক্টোবরে এই ব্যয় কমে ৫৩ কোটি টাকায় নেমে আসে এবং ভারতের অবস্থান হয় তৃতীয়।

সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয় আরও কমে ৪০ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা মোট ব্যয়ের মাত্র ৮.১৩ শতাংশ।

একটি শীর্ষস্থানীয় ব্যাংকের কার্ড বিভাগের প্রধান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, “২০২৩ সালের তুলনায় ২০২৪ সালের ডিসেম্বরে বিদেশে কার্ড লেনদেন কমার অন্যতম কারণ ভারতের ভিসা জটিলতা। এই সমস্যা না থাকলে লেনদেন আরও বেশি হতো।”

বিশ্লেষকদের মতে, ভিসা জটিলতা নিরসন হলে আবারও ভারতে লেনদেনের পরিমাণ বাড়তে পারে।