ভোক্তাদের স্বস্তি দিতে আইন সংস্কার ও প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাণিজ্য উপদেষ্টার

প্রতিবেদক: ভোক্তা স্বার্থ রক্ষায় আইনের প্রয়োজনীয় সংস্কার এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “আমাদের প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে ও সক্ষমতা বাড়লে এই খাতের দুর্বৃত্তরা বাধ্য হয়ে পিছিয়ে যাবে।”

 বুধবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি মিলনায়তনে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত ‘ভোক্তা অধিকার শক্তিশালীকরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “অন্যায় ও প্রতিষ্ঠানকে দুর্বল করার যে সংস্কৃতি দেশে গড়ে উঠেছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। ভোক্তাদের অধিকার রক্ষায় এখন একটি শক্তিশালী ভোক্তা-সিন্ডিকেট গড়ে তোলার সময় এসেছে। ক্রয়ক্ষমতা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারগুলো দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। বাজারে সিন্ডিকেট গড়ে তুলে ভোক্তাদের অধিকার খর্ব করা হয়েছে। এখন সময় এসেছে এই প্রতিষ্ঠানগুলোকে নতুন করে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর।

আলোচনা সভায় স্বাগত বক্তব্যে ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, “বিগত রমজান মাসে বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিদপ্তর ও বিএসটিআইয়ের তদারকির ফলে পণ্যের দাম বাড়েনি। এটি প্রমাণ করে, যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে পরিচালিত হলে আমাদের প্রতিষ্ঠানগুলো বাজার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, ক্যাবের ভারপ্রাপ্ত সভাপতি জামিল চৌধুরী, ক্যাবের উপদেষ্টা আনিসুল হকসহ বিভিন্ন জেলা, উপজেলা ও বিভাগের ক্যাব প্রতিনিধি।