
প্রতিবেদক: দেশের দক্ষিণাঞ্চলের জেলা ভোলায় প্রায় ১০০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগে গড়ে উঠছে নতুন একটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল। ‘ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন’ নামের এ অঞ্চল নির্মাণ করবে চীনা ডেভেলপার প্রতিষ্ঠান লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ। এখানে মৎস্য ও মাংস প্রক্রিয়াজাতকরণ, দুগ্ধজাত পণ্য উৎপাদন এবং কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপন করা হবে। সম্পূর্ণভাবে চালু হলে এ অঞ্চলে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান হবে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ইতিমধ্যে এ অঞ্চলের জন্য প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স বা প্রাথমিক অনুমোদন দিয়েছে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেজা এ তথ্য জানায়।
প্রাথমিকভাবে ভোলা সদর উপজেলায় ১০২ দশমিক ৪৬ একর জমিতে এ অঞ্চল গড়ে তোলা হবে। পরে তা বাড়িয়ে ১৫৮ একর পর্যন্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে প্রায় ৪০টি শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্য রয়েছে। প্রাথমিক অনুমোদনের পর কিছু শর্ত পূরণ সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন পেলে বিনিয়োগকারীরা শিল্পকারখানা স্থাপন করতে পারবেন। এ পর্যন্ত বেজা ১৩টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
বেজার মতে, ভোলায় এ অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হলে দক্ষিণাঞ্চলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। এটি একটি পরিবেশবান্ধব, শ্রমঘন ও কৃষিভিত্তিক শিল্প এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কর্মসংস্থানের পাশাপাশি এখানে উৎপাদিত পণ্য রপ্তানিও করা হবে।
বেজার নির্বাহী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মেজর জেনারেল (অব.) মো. নজরুল ইসলাম বলেন, ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন বরিশাল বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটি মৎস্য ও কৃষিজ সম্পদভিত্তিক শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অঞ্চলটির ব্যবস্থাপনা পরিচালক ঝুয়াং লাইফেং বলেন, চীনা বিনিয়োগকারীরা ইতিমধ্যে গভীর আগ্রহ দেখিয়েছে। ভোলার গ্যাস ও কৃষিসম্পদের সুবিধা কাজে লাগিয়ে এখানে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।