ভ্যাটের পর এবার আয়কর আদায়ের আওতা বাড়ানোর ঘোষণা দিল এনবিআর

অনলাইন ডেক্স: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়করের আওতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। গত সপ্তাহে মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর সিদ্ধান্তের ধারাবাহিকতায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। শনিবার (৪ জানুয়ারি) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “আয়কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে কর অব্যাহতির বিধান বাতিল ও সংশোধনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বাদে অন্যান্য খাত থেকে রাজস্ব বৃদ্ধি না করলে বাজেট ঘাটতির সম্ভাবনা দেখা দেবে।”

সম্প্রতি সরকার ৪৩টি পণ্য ও সেবায় ভ্যাটের হার ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে বিমান ভাড়া, সিগারেট, মেডিসিন, ডিটারজেন্ট, ও সাবানের মতো পণ্য অন্তর্ভুক্ত। একই সঙ্গে ভ্যাটের আওতা বাড়ানো হচ্ছে। বছরে ৫০ লাখ টাকার বেশি বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো ১৫ শতাংশ ভ্যাটের আওতায় আসবে।

রাজস্ব বোর্ড জানিয়েছে, যেসব পণ্য ও সেবায় ভ্যাট, সম্পূরক শুল্ক ও আবগারি শুল্ক বাড়ানো হচ্ছে, সেগুলো নিত্যপ্রয়োজনীয় পণ্য নয়। তাই সাধারণ মানুষের ভোগ্যপণ্যের দাম বাড়বে না এবং মূল্যস্ফীতিতেও এর প্রভাব পড়বে না।

গত চার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্থিতিশীল রাখতে চাল, আলু, পেঁয়াজ, চিনি, ডিম, খেজুর, ভোজ্যতেল, ও কীটনাশকসহ আটটি পণ্যে শুল্ক, ভ্যাট ও আয়করের ছাড় দেওয়া হয়। এর ফলে রাজস্ব আদায়ে ঘাটতি দেখা দেয়।

২০২৪-২৫ অর্থবছরের মধ্যবর্তী সময়ে বাজেট ঘাটতি সামাল দিতে বিশেষ এই পদক্ষেপ নিতে হচ্ছে বলে এনবিআর জানিয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যে শুল্ক ও ভ্যাট ছাড় অব্যাহত রাখার জন্য অন্যান্য খাত থেকে রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে।

সরকারের এ উদ্যোগ সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও বাজেট ঘাটতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।