
অনলাইন ডেক্স: ভ্রমণ কর আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, গত বছরের তুলনায় ১১২ কোটি টাকা কম আদায় হয়েছে। চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর) ভ্রমণ করের লক্ষ্য অর্জিত না হওয়ার প্রধান কারণ হিসেবে ভারতীয় পর্যটক ভিসা বন্ধ থাকা এবং দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও উচ্চ মূল্যস্ফীতি উল্লেখ করা হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৪ সালের জুলাই–ডিসেম্বর সময়ে ১ হাজার ৪২ কোটি টাকার ভ্রমণ কর আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছিল, তবে আদায় হয়েছে ৯২২ কোটি টাকা। এই সময়ে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১২ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে।
এছাড়া ভারতীয় পর্যটকদের ভিসা বন্ধ রাখার কারণে সড়কপথে এবং আকাশপথে ভারতে যাত্রী যাওয়া কমেছে। এর ফলে দেশীয় এয়ারলাইনসগুলোও কলকাতা ও চেন্নাইয়ের ফ্লাইট সংখ্যা কমিয়েছে।
ডিসেম্বর মাসে ভ্রমণ করের লক্ষ্য ছিল ২২৮ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে মাত্র ১৩১ কোটি টাকা। বিশেষত আকাশপথে বেশি ভ্রমণ কর আদায় হয়, কিন্তু যাত্রীসংখ্যা কমে যাওয়ার কারণে এই খাতেও আদায় কম হয়েছে।
এ বিষয়ে ইউএস–বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানিয়েছেন, ভারতীয় পর্যটক ভিসা চালু এবং চিকিৎসা ভিসার প্রক্রিয়া সহজ করার জন্য সরকারের কাছে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এদিকে, জানুয়ারি মাসে ভ্রমণ কর বা আবগারি শুল্ক বাড়ানো হয়েছে, যা বিমানযাত্রায় এবং বিদেশ ভ্রমণের জন্য নতুনভাবে কার্যকর করা হয়েছে।