মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় ও ওপেকের উৎপাদন বৃদ্ধির খবরে বিশ্ববাজারে তেলের দাম কমেছে

প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি হ্রাস পাওয়া এবং ওপেক জোটের তেল উৎপাদন বৃদ্ধির সম্ভাবনার খবরের কারণে তেলের বাজারে স্বস্তি ফিরে এসেছে। এর প্রভাবে আজ সোমবার (১ জুলাই) বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছে।

আগস্ট মাসের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৬ সেন্ট কমে দাঁড়িয়েছে ৬৭.১১ ডলার। সেপ্টেম্বরে এর দাম আরও কমে ৬৫.৯৭ ডলার হয়েছে, যা আগের চেয়ে ৮৩ সেন্ট কম। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম ৯৪ সেন্ট বা ১.৪৩ শতাংশ কমে এখন দাঁড়িয়েছে ৬৪.৫৮ ডলার।

গত সপ্তাহে তেলের বাজারে বড় ধরনের দরপতন দেখা দেয়। ২০২৩ সালের মার্চ মাসের পর এটিই ছিল সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। যদিও জুন মাসজুড়ে সামগ্রিকভাবে তেলের দাম বেড়েছে। আজকের শেষ দিনের পূর্বাভাসসহ, জুনে দাম বেড়েছে শতাংশেরও বেশি।

তেলের দামের এই ওঠানামার পেছনে রয়েছে ভূরাজনৈতিক অস্থিরতা। গত ১৩ জুন ইসরায়েল ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার জেরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরানের স্থাপনায় হামলা চালালে তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলার ছাড়িয়ে যায়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলে বাজারে অস্থিরতা কমে এবং দাম দ্রুত নেমে আসে ৬৭ ডলারে।

আইজি মার্কেটসের বিশ্লেষক টনি সাইকামোর জানান, ‘‘ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর বাজারে আতঙ্কজনিত যে বাড়তি মূল্যস্ফীতি ছিল, তা অনেকটাই কেটে গেছে।’’

তেলের বাজারে স্থিতিশীলতার আরেকটি কারণ হলো ওপেক ও তার সহযোগী দেশগুলোর উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত। জোটটির চারজন প্রতিনিধি জানিয়েছেন, আগস্ট মাসে তারা প্রতিদিন ৪ লাখ ১১ হাজার ব্যারেল উৎপাদন বাড়াবে। মে, জুন ও জুলাই মাসেও একই হারে উৎপাদন বৃদ্ধি অব্যাহত আছে। আগামী ৬ জুলাই ওপেক এবং সহযোগী দেশগুলোর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। এটি হবে এপ্রিল মাসে উৎপাদন হ্রাস বন্ধের পর পঞ্চম দফা উৎপাদন বৃদ্ধি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে সক্রিয় তেল খনির সংখ্যা আরও ছয়টি কমে দাঁড়িয়েছে ৪৩২টি, যা অক্টোবর ২০২১ সালের পর সর্বনিম্ন। এই তথ্য দিয়েছে খনিজ খাতের বিশ্লেষক প্রতিষ্ঠান বেকার হিউজ।

সব মিলিয়ে ভূরাজনৈতিক উত্তেজনা প্রশমিত হওয়া, ওপেকের উৎপাদন বাড়ানো এবং যুক্তরাষ্ট্রে উৎপাদন কমার মধ্যে বাজারে নতুন করে ভারসাম্য তৈরি হচ্ছে, যার প্রভাব পড়ছে তেলের দামের ওঠানামায়।